লক্ষ কণ্ঠে কোরান পাঠ হবে মুর্শিদাবাদে, এবার ঘোষণা হুমায়ুনের
আজ তক | ০৭ ডিসেম্বর ২০২৫
কলকাতায় গীতা পাঠের ধর্মীয় অনুষ্ঠানের দিনই ফের বড় ঘোষণা হুমায়ুন কবিরের। ভরতপুরের বিধায়কের ঘোষণা লক্ষ কণ্ঠে কোরান পাঠের আয়োজন করাবেন তিনি। সেদিন আগত মানুষজনকে মাংস-ভাত খাওয়ানো হবে বলেও ঘোষণা করেন তিনি।
হুমায়ুন রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'বিজেপি আর নতুন করে হিন্দুত্ব করছে না। রামমন্দিরের অ্যাজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। বাংলা দখল করার জন্য এখন গীতাপাঠ করছে। আগামীদিনে মুসলিমদের নিয়ে কোরান পাঠের আয়োজন করব।'
গীতাকে তিনি সম্মান করেন। অন্য ধর্মের মানুষের প্রতি তাঁর সম্মান রয়েছে। এই দাবি করে হুমায়ুন সাফ জানান, বিধানসভায় বেশি বেশি আসন জেতার জন্য তিনি কোরান পাঠের আয়োজন করবেন। তাঁর কথায়, 'গীতাকে হিন্দুরা সম্মান করেন। এনিয়ে আমারও শ্রদ্ধা আছে। আমি বিধানসভায় বেশি আসন জেতার জন্য কোরান পাঠের আয়োজন করব। ১ লক্ষ হাফেজকে দিয়ে কোরান পাঠ করাব। মুর্শিদাবাদের কোনও এক জায়গায় সেজন্য প্যান্ডেল করা হবে। সেদিন খাওয়া দাওয়া করানো হবে।'
এদিকে এদিনই হুমায়ুন কবির জানান, তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন না। যদিও তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরই ঘোষণা করেছিলেন তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা করবেন। কিন্তু আজ তিনি পরিষ্কার করে দেন, পদত্যাগ করছেন না। কারণ হিসেবে জানান, নিজের বিধানসভা একালার মানুষের কথা ভেবে তিনি পদত্যাগ করবেন না।
তিনি বলেন, 'ভরতপুর বিধানসভা কেন্দ্রের আম জনতা আমাকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বারণ করেছে। আমি বিধায়ক পদ থেকে সরে গেলে সেখানকার মানুষের অসুবিধা হবে। ওদের অনেক কাজ করতে হয় আমাকে। সেগুলে তখন কে করবে?'