• দিল্লির বাতাসের গুণগতমানের সামান্য উন্নতি হলেও পরিস্থিতি এখনও ‘খুব খারাপ’
    বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ৭ ডিসেম্বর: ছুটির দিনে কিছুটা হলেও কমল দূষণ। তবে এখনও দিল্লির বাতাসের গুণগতমান ‘খুবই খারাপ’। আজ, রবিবার সকালে দেশের রাজধানীর একিউআই ছিল ৩০৫। গতকাল, শনিবারের তুলনায় কিছুটা কম। এমনিতেই ঠান্ডা জাঁকিয়ে পড়েছে নয়াদিল্লিতে। তার মাঝেই দূষণের দাপটে জেরবার আমজনতা। এদিন দিল্লির মুন্ডকাতে একিউআই ছিল ৩৬৫, যা সবচেয়ে বেশি। দিল্লির ২৬টি দূষণ তদারকি স্টেশন এলাকায় দেখা গিয়েছে আজ, রবিবার বাতাসের গুণগতমান ‘খুব খারাপ’। ১৩টি দূষণ তদারকি স্টেশন এলাকায় বাতাসের গুণগতমান ‘খারাপ’।আরকে পুরম(৩২৬) , পাঞ্জাবি বাগ(৩২০), চাঁদনি চক(৩০৮), রোহিণী(৩৪১), বিবেক বিহার(৩০৪), আনন্দ বিহার(৩২৭), অশোক বিহার(৩২৫)-এর মতো এলাকায় বাতাসের গুণগতমান ‘খুব খারাপ।’ গত রবিবার দিল্লির বাতাসের গুণগতমানের সামান্য উন্নতি হয়েছিল। তারপর থেকেই ক্রমশ অবনতি হতে থাকে। গত বৃহস্পতি ও শুক্রবার ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছয় দিল্লির বাতাসের গুণগতমান। আজ, রবিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে আংশিক মেঘলা রয়েছে দিল্লির আকাশ। এমনটাই জানাচ্ছে আইএমডি। দূষণ নিয়ন্ত্রণে আজও, বিভিন্ন এলাকায় জল স্প্রে করতে দেখা গিয়েছে দিল্লি পুরনিগমকে।  
  • Link to this news (বর্তমান)