বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন, চাঞ্চল্য বসিরহাটে
বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বকেয়া টাকা ফেরত দেওয়ার নাম না করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন! চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বসিরহাটের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের ফতুরাটি এলাকায়। মৃতের নাম আসাদুল মণ্ডল (২৮)। পেশায় তিনি শ্রমিক ছিলেন। কয়েকদিন আগেই বাড়ি ফিরেছিলেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, শনিবার গভীর রাতে আমীর মণ্ডল নামের এলাকারই এক ব্যক্তি আসাদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাকে বলে, বকেয়া টাকা ফেরত দেব। এরপর আসাদুলকে নির্জন স্থানে নিয়ে গিয়ে গুলি করে খুন করা সে। এমনটাই অভিযোগ।খুনের পর আসাদুলের মৃতদেহ একটি ঝোপের মধ্যে ফেলে পালায় অভিযুক্ত। আসাদুলের পরিবারের সন্দেহ হতেই খোঁজাখুঁজি শুরু হয়। ফতুরাটিতে ঝোপের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আসাদুলের দেহ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা জানান, আমীর মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তের দোকানে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়ে এই খুন।