• নোদাখালিতে বিধবা মহিলাকে খুনের অভিযোগ! ধৃত ২
    বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: রাতের অন্ধকারে একাকী মহিলাকে খুনের অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার রানিয়া গ্রামপঞ্চায়েতের বিদিরাতে। অভিযোগ, ওই মহিলাকে খুন করার আগে ‘ধর্ষণ’ করেছেন অভিযুক্তরা। পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ওই মহিলার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশের তরফে, ধর্ষণের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা বিধবা। একাই বাড়িতে থাকতেন। গতকাল, শনিবার রাতে এলাকার একটি দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিলেন। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি। আজ, রবিবার কাকভোরে এলাকারই একটি বাঁশ ঝাড়ের মধ্যে থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কি কারণে এই খুন? ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)