নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সংগীতশিল্পী নচিকেতা। গতকাল, শনিবার দুপুরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতাল সূত্রে খবর, নচিকেতার অ্যানজিওপ্লাস্টি হয়েছে। বুকে দুটি স্টেন্ট বসেছে। আপাতত ভালো রয়েছেন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সূত্রের খবর, গতকাল, শনিবার আচমকাই বুকে অস্বস্তি বোধ করেন নচিকেতা।তখনই তাঁকে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি করানো হয়। শিল্পীর হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। যার ফলে বসানো হয়েছে দুটি স্টেন্ট। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই একাধিক শো করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ, রবিবার আসানসোলে একটি অনুষ্ঠান ছিল, যদিও শারীরিক অসুস্থতার কারণে তা বাতিল করে দেন নচিকেতা। আগামী কয়েকদিন কোনও শো করবেন তিনি। এমনটাই সংগীতশিল্পীর পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।