• কুকুরের কামড়ে আতঙ্কিত গ্রামবাসী! ঘরবন্দী গোটা গ্রাম
    আজকাল | ০৮ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্প্রতি ভীত সন্ত্রস্ত সবাই।  উত্তর কাজ্দহ গ্রামের ঘটনা। কুকুরের কামড়ে আতঙ্কিত গ্রামবাসী। এখনও পর্যন্ত দু'দিনে প্রায় ২৫ জনেরও অধিক মানুষকে আক্রমণ করে এক কুকুর। জানা গিয়েছে, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি হচ্ছেন৷ তাঁদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ তবে গুরুতর জখম অবস্থায় ১৫ জন ওই  হাসপাতালে চিকিৎসাধীন।

    স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতরভাবে আক্রান্ত হয়ে কেউ কেউ হাবড়া হাসপাতালে ভর্তি হয়েছে৷ এই ঘটনায় স্বরূপনগর এর কাজ্দাহ গ্রামে কুকুরের কামড়ের আতঙ্কে রীতিমত অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের মানুষ নিজেদের ঘরের বাইরে বেরোতেই ভয় পাচ্ছেন৷ এই দুইদিন প্রায় গ্রামের মানুষজনকে বাইরে বেরোতে দেখা যাইনি। তার কারণ কখন কোথা থেকে এসে হঠাৎ হামলে পড়ছে কুকুরটি৷ বাচ্চারা ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারছে না ৷ বাচ্চারা খেলাধুলা করতে বেরোলেই হঠাৎ করে বাচ্চাদের উপরে হামলে পড়ে কামড় দিচ্ছে ওই কুকুর৷ বর্তমানে গ্রামের অবস্থা শুনশান। গ্রামের মানুষেরা দলবদ্ধ হয়ে লাঠি সোটা হাতে করে বাড়ির বাইরে বেরোচ্ছেন। রাস্তায় কুকুর দেখলেই তাড়িয়ে গ্রাম ছাড়া করছেন৷ স্থানীয় মানুষ দাবি করেছেন অবিলম্বে বনদপ্তরের লোক পাঠিয়ে ওই কুকুরকে খাঁচা বন্দি করা হোক ৷

    গ্রামের স্থানীয় এক বাসিন্দা, যিনি কুকুরের কামড়ে আক্রান্ত, প্রভাত মন্ডল জানিয়েছেন," দুদিন ধরে হঠাৎই একটি কুকুর সবাইকে কামড় দিচ্ছে। এই পর্যন্ত প্রায় ২৫ জনের অধিক মানুষকে কামড় দিয়েছে। কুকুরের কামড় খেয়ে আমিও হসপিটালে ভর্তি হয়েছি। তবে ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে ৷ প্রশাসন জানিয়েছেন বিষয়টি আমরা দেখছি। অবিলম্বে বনদপ্তরকে খবর দিয়ে কিভাবে কুকুরটিকে খাঁচা বন্দি করা যায় তার ব্যবস্থা করছি।"
  • Link to this news (আজকাল)