• দক্ষিণ কলকাতায় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের মানবিক উদ্যোগ
    আজকাল | ০৮ ডিসেম্বর ২০২৫
  • দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলে শান্তি সংঘের উদ্যোগে এবং সোনার তরী ও অপরাজিতা চ্যারিটেবল ট্রাস্টের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আয়োজন করা হয় এই মানবিক উদ্যোগ। শিবিরে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন এবং প্রত্যেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান।

    শিবিরে ছিল বিনামূল্যে ওষুধ প্রদান, বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা, এবং কিছু মানুষের জন্য বিনামূল্যে চশমা বিতরণ। পাশাপাশি ৪০ রকমের গুরুত্বপূর্ণ টেস্ট—যেমন ব্লাড সুগার, লিভার, কোলেস্টেরল, কিডনি প্রভৃতি পরীক্ষা—সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারিদের জন্য যথাসামান্য জলযোগের আয়োজনও করেন উদ্যোক্তারা।

    সমাজের আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য এ ধরনের উদ্যোগ সত্যিই বিশেষ সহায়তা প্রদান করে। কসবার এই স্বাস্থ্য শিবির স্থানীয় মানুষের জীবনে নতুন আলো নিয়ে এল এবং মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করল।
  • Link to this news (আজকাল)