বউবাজারে ফের ভেঙে পড়ল পুরোনো একটি বাড়ির একাংশ। তা নিয়ে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। একজনের মাথায় ও কোমরে আঘাত লেগেছে। তাঁর নাম পাপ্পু সিং।
রবিবার দুপুরে বাথরুমে যাচ্ছিলেন বি বি গাঙ্গুলি স্ট্রিটের সেই বাসিন্দা। তখনই আচমকা সেই বাড়ির ছাদের একাংশ থেকে চাঙড় ভেঙে পড়ে। তার জেরে আহত হন তিনি। যে বাড়ির ছাদ ভেঙে পড়েছে আজ, সেটি পুরোনো হলেও, বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়নি।
বিধায়ক নয়না বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগ, গ্রিন লাইনের মেট্রোর কাজ শুরু হওয়ার পর থেকেই এই সমস্যায় ভুগতে শুরু করেছেন বউবাজার এলাকার বাসিন্দারা। স্থানীয়রাও একই অভিযোগ করছেন। তবে মেট্রোর তরফে পরে জানানো হয়, ঘটনা খতিয়ে দেখতে সেখানে তদারককারী দল পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে।
প্রসঙ্গত, মেট্রোর কাজের জন্য ২০১৯ সাল থেকে একাধিকবার বউবাজারের দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেন ও সংলগ্ন এলাকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার জেরে স্থানীয়রা মাসের পর মাস বাড়ি ছেড়ে অন্যত্র ছিলেন। তা নিয়ে ক্ষোভও দেখিয়েছিলেন তাঁরা। তবে কয়েক মাস আগে বাড়ি ফেরেন। সেই পরিবারগুলোর মধ্যে এই বাড়িটিও ছিল।
ওই বাড়ির এক বাসিন্দা জানান, মেট্রো চলাচলে তাঁদের বাড়ি যে কাঁপছে সেকথা মেট্রো কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল। কিন্তু তারা পদক্ষেপ করেনি।