ভারতে ‘ডোনাল্ড ট্রাম্প এভিনিউ’! মার্কিন প্রেসিডেন্টের নামে রাস্তা হচ্ছে কোন শহরে?
প্রতিদিন | ০৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের একটি রাস্তার নাম হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প এভিনিউ’! এই কাণ্ড ঘটতে চলেছে হায়দরাবাদে। হঠাৎ তেলেঙ্গনার রাজধানী শহর হায়দরাবাদে আমেরিকার ৪৫ এবং ৪৭তম প্রেসিডেন্টের নামে রাস্তা কেন?
সম্প্রতি তেলঙ্গানা সরকার সিদ্ধান্ত নিয়েছে শহরের যে রাস্তায় রয়েছে মার্কিন দূতাবাস রয়েছে, সেটির নামকরণ হবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। নাম হবে ‘ডোনাল্ড ট্রাম্প এভিনিউ’! এই বিষয়ে বিদেশ মন্ত্রক এবং মার্কিন দূতাবাসকে চিঠি দিতে চলেছে রাজ্য সরকার। চলতি বছরের শুরুতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দিল্লিতে বার্ষিক মার্কিন-ভারত সম্মেলনে (ইউএসআইএসপিএফ) ভাষণ দেন। সেই সময় তিনি প্রস্তাব করেন যে হায়দরাবাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির নামকরণ হবে বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ মেনে। বাস্তবেই সেই পথে হাঁটলেন রেবন্ত।
ভারতের অগ্রগতির প্রতীক হিসাবে রাস্তার নামকরণের এই প্রস্তাব করা হয় তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকেই। জানা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মতো অন্য বিশিষ্ট ব্যক্তি এবং আন্তর্জাতিক সংগঠনের সম্মান ও স্বীকৃতিতে আরও কিছু রাস্তা উৎসর্গের কথা বিবেচনা করছে রাজ্য সরকার। যেমন, হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ রাস্তা রিডিয়াল রিং রোডের নাম হবে পদ্মশ্রী রতন টাটার নামে।