• সাড়ে ৩ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া, কাঠগড়ায় তেজপ্রতাপ
    বর্তমান | ০৮ ডিসেম্বর ২০২৫
  • পাটনা: বিতর্কিত কার্যকলাপ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তাঁকে আগেই ত্যাজ্য করেছেন বাবা লালুপ্রসাদ যাদব। আরজেডি থেকেও বহিষ্কৃত হয়েছেন।আলাদা দল গড়ে সদ্যসমাপ্ত বিহার বিধানসভা ভোটে লড়েছিলেন। কিন্তু সেখানেও সাফল্যের মুখ দেখেননি। তারপরও  লালু-পুত্র তেজপ্রতাপ যাদবকে নিয়ে আলোচনার অন্ত নেই। এবার ফের বিতর্কে জড়ালেন ‘তেজু ভাইয়া’। তিন বছরের বেশি সময় ধরে বাকি রয়েছে তাঁর বাংলোর বিদ্যুৎ বিল। বকেয়া টাকার পরিমাণ প্রায় ৩ লক্ষ ৬১ হাজার টাকা। জানা গিয়েছে, পাটনার বেউর এলাকায় রয়েছে এই বাংলো। শেষবার ২০২২ সালের জুলাই মাসে দেওয়া হয়েছিল বিদ্যুৎ বিল। তারপর থেকে আর কোনও টাকা দেওয়া হয়নি। বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক সূত্রে খবর, শেষবার যে বিল দেওয়া হয়েছিল, তার পরিমাণ ছিল ১ লক্ষ ৪ হাজার ৭৯৯ টাকা। তারপর থেকে টানা তিন বছর বিল জমা পড়েনি। যুক্ত হয়েছে মোটা জরিমানাও। এখনও বাংলোর বিদ্যুৎ সংযোগ কাটা হয়নি। 
  • Link to this news (বর্তমান)