‘লাইফ সাপোর্টে’ মহাজোট ইন্ডিয়া! ওমরের মন্তব্যে বিরোধী শিবিরে জট
বর্তমান | ০৮ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: লাইফ সাপোর্টে মহাজোট ইন্ডিয়া! না, বিজেপি নয়, এমন দাবি শোনা গেল মহাজোটের অন্যতম শরিক ওমর আবদুল্লার মুখে। আর তার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা। অবশ্য এহেন মন্তব্যের জন্য নিজের দল ন্যাশনাল কনফারেন্সের অন্দরেই সমালোচনার মুখে পড়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। যদিও ওমর আবদুল্লার দাবিকে পুরোপুরি উড়িয়ে দিতে পারছেন না মহাজোট ইন্ডিয়ার একাধিক নেতা। বিরোধী শিবিরে এহেন ডামাডোলে রীতিমতো চওড়া হাসি পদ্ম শিবিরের অন্দরে।
নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে আলোচনা প্রসঙ্গে উঠে আসে মহাজোট ইন্ডিয়ার শরিকি দলগুলির কথা। আবদুল্লা বলেন, ‘আমরা অনেকটা লাইফ সাপোর্টে রয়েছি। মাঝেমধ্যে কেউ আমাদের একটু ঝাঁকুনি দেয়। আমরা উঠে দাঁড়াই। কিন্তু তার পরেই দুর্ভাগ্যবশত বিহারের নির্বাচনের মতো ফলাফল হয় আর আমরা ফের ধরাশায়ী হই। তখন কাউকে না কাউকে আমাদের আইসিইউতে নিয়ে যেতে হয়।’
আবদু্ল্লা জানান, এই বিরোধী মহাজোটের জন্যই নীতীশ কুমার এনডিএ শিবিরে যোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, বিহার নির্বাচনে বিরোধীদের ধরাশায়ী হওয়ার কারণ হিসেবে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে আসন ভাগাভাগি না হওয়াকে দায়ী করেন তিনি। কারণ বিহারের কিছু জায়গায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ভোটব্যাংক রয়েছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই পালটা সরব হন আরজেডির রাজ্যসভা সাংসদ মনোজ ঝা। তিনি জানান, যখনই পরিস্থিতি প্রতিকূল হয়, তখনই মানুষজন তাড়াহুড়ো করে নানান মন্তব্য করে বসে। কিন্তু এই ধরনের অভ্যাস থেকে আমাদের বিরত থাকা উচিত। যদি সত্যিই মহাজোট ইন্ডিয়া লাইফ সাপোর্টে চলে যায়, তাহলে ওমর নিজেও তো এই জোটের শরিক। জোটকে লাইফ সাপোর্ট থেকে বের করে আনতে তিনি ঠিক কী করেছেন?
আরজেডি সাংসদের সমালোচনার মধ্যেই ওমরের পাশে থাকার বার্তা দিয়ে মুখ খোলেন কংগ্রেস সাংসদ মনোজ কুমার। তিনি বলেন, ‘ওমর আমাদের জোট শরিক। তাঁর মনে হয়েছে যে, কিছু বিষয়ে ঘাটতি রয়েছে। তিনি তা বলেছেন। তাঁর লক্ষ্য আমাদের মহাজোটকে শক্তিশালী করা। তিনি কখনই বিজেপির হাত ধরবেন না।
এদিকে, বিরোধী মহাজোটের মধ্যে এহেন ফাটল দেখে পদ্ম শিবিরের নেতাদের মুখে হাসির ঝলক। বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন কটাক্ষ করে বলেন, ‘ওমর আবদুল্লা ভুল বলেছেন। মহাজোট ইন্ডিয়া লাইফ সাপোর্টে নেই। তারা মৃত।’