• ডিসেম্বরে কাশ্মীরে পর্যটকদের ঢল
    বর্তমান | ০৮ ডিসেম্বর ২০২৫
  • ফিরদৌস হাসান, শ্রীনগর: তুষারঢাকা কাশ্মীরের মায়াবী আকর্ষণ! শীতের মরশুমে ভূস্বর্গ ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। আগামী সপ্তাহ থেকেই ভরে যাবে উপত্যকার হোটেলগুলি। এমনটাই জানাচ্ছেন পর্যটনব্যবসায়ীরা।পর্যটকদের বিমানের সুলুক সন্ধান, হোটেল ঘরের খোঁজখবর, গন্তব্য নিয়ে জিজ্ঞাসা বিশ্লেষণ করে ইক্সিগো জানিয়েছে, ডিসেম্বরে পর্যটকদের পয়লা পছন্দ হতে চলেছে দেরাদুন। এর পরেই রয়েছে ভূস্বর্গ। পর্যটকদের ৫৪ শতাংশই দেরাদুন নিয়ে খোঁজখবর নিয়েছেন। আর ৩৯ শতাংশের নজর জম্মু ও কাশ্মীরে।উল্লেখ্য, এপ্রিলে পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার জেরে ভূস্বর্গ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন পর্যটকরা। এরপর ভারত ও পাকিস্তানের উত্তেজনা চলে কয়েক মাস। মাঝে বর্ষা। এরপর যখন একটু মাথা তুলে দাঁড়িয়েছে পর্যটন, তখনই দিল্লির লালকেল্লা চত্বরে জঙ্গি হামলা। যার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায় জম্মু ও কাশ্মীরের নাম। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স সহ বহু দেশ তাদের নাগরিকদের কাশ্মীর ভ্রমণ এড়ানোর পরামর্শ দেয়। আর তখনই শীত মরশুমে পর্যটন নিয়ে সন্দেহ দানা বাঁধে।  যদিও ট্রাভেল এজেন্টরা বলছেন, ডিসেম্বর, জানুয়ারিতে  পর্যটকদের ঢল নামছে উপত্যকায়। 
  • Link to this news (বর্তমান)