• শুরুতেই ১০ শতাংশ ইভিএমে মিলল ত্রুটি, ১০ ডিসেম্বর পর্যন্ত প্রথম স্তরের চেকিং
    বর্তমান | ০৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: বছর গড়ালেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মালদহ জেলায় চলছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং (এফএলসি)। এর জন্য ইসিআইএল (ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড) থেকে ২৫ জন ইঞ্জিনিয়ার মালদহে এসেছেন। তাঁরাই কমিশনের নির্দিষ্ট করা রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএমগুলির পরীক্ষানিরীক্ষা করছেন। 

    প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত মাত্র ১০ শতাংশ ইভিএমে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। যা মেরামতির জন্য পাঠানো হতে পারে ইসিআইএলে। ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া ইভিএম এফএলসি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।        জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, এফএলসি প্রক্রিয়া শুরু হয়েছে। ১০ ডিসেম্বর পর্যন্ত ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং চলবে। 

    পুরাতন মালদহ ব্লকের নারায়ণপুর ওয়্যারহাউসে রাখা রয়েছে এই জেলার সমস্ত ইভিএম। সেখানেই ২৭ নভেম্বর থেকে মালদহ জেলার ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং (এফএলসি) শুরু হয়েছে।  তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে চলছে সেগুলির পরীক্ষা। 

    মালদহ জেলায় ১২টি বিধানসভা কেন্দ্র আছে। জেলার সদর মহকুমা, মালদহের অধীনে ইংলিশবাজার, হবিবপুর, মানিকচক, সুজাপুর এবং মোথাবাড়ি ও বৈষ্ণবনগর বিধানসভা। জেলার চাঁচল মহকুমার অধীনে রয়েছে পুরাতন মালদহ, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া সহ বাকি ছ’টি বিধানসভা। এই ১২টি বিধানসভা কেন্দ্রে মোট ৩ হাজার ১০৬টি বুথ।

    নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ইভিএমের ফার্স্ট লেভেল চেকিংয়ের সময় মোট বুথ সংখ্যার ১২৫ শতাংশ ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট থাকার কথা। ঠিক একইভাবে মোট বুথ সংখ্যার ১৩৫ শতাংশ ভিভিপ্যাট থাকতে হয়। কিন্তু মালদহ জেলায় ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট নির্দিষ্ট সংখ্যার অনেক বেশি মজুত আছে। 

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১২টি বিধানসভা মিলিয়ে প্রায় ৭০ শতাংশ ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং হয়েছে। তারমধ্যে প্রায় নব্বই শতাংশ ইভিএম একদম ঠিকঠাক আছে। মাত্র দশ শতাংশ ইভিএমে সামান্য কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। যদিও তার জন্য কোনও সমস্যা হবে না বলে প্রশাসন সূত্রে খবর। 

    মালদহ জেলা প্রশাসনের এক কর্তা জানান, কমিশন যে পরিমাণ ইভিএম মজুত রাখার নির্দেশ দিয়েছে, তার থেকে বেশি মেশিন মালদহ জেলায় আছে।

    তবুও যান্ত্রিক ত্রুটি থাকা ইভিএমগুলি পাঠানো হবে হায়দরাবাদে ইসিআইএলে। সেখান থেকে প্রয়োজন অনুয়ায়ী হয় ইভিএম মেরামত করা হবে, নয়তো সেগুলি পরিবর্তন করে দেওয়া হবে।  প্রতীকী চিত্র
  • Link to this news (বর্তমান)