• চীন ঘুরে পুনের পথে, মাকে নিয়ে কলকাতায় ৩ দিন আটকে ডাক্তার!
    বর্তমান | ০৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাকে নিয়ে চীনে বেড়াতে গিয়েছিলেন ছেলে। কিন্তু বাড়ি ফেরার পথেই বিড়ম্বনা। টানা তিনদিন কলকাতায় আটকে তাঁরা। পুনে ফিরতে পারছেন না। কারণ ইন্ডিগোর বিমান বিভ্রাট। ওই যাত্রী ডাঃ মিথুন আশা বলেন, চীন থেকে পুনের (ভায়া কলকাতা) টিকিট ছিল। সঙ্গী আমার সত্তরোর্ধ্ব মা। ৫ ডিসেম্বর চীন থেকে কলকাতায় এসে নেমেছি। কিন্তু কানেক্টিং বিমান বাতিল হয়েছে চারবার! বাড়ি ফিরতে পারছি না। হোটেলে আছি। থাকা-খাওয়ার কোনও ব্যবস্থাই ইন্ডিগো করেনি।আরও এক যাত্রীর অভিযোগ, আগরতলা থেকে মুম্বই যাচ্ছিলেন। ৫ তারিখ থেকে আটকে রয়েছেন কলকাতায়। তাঁদেরও থাকা-খাওয়ার ব্যবস্থা করেনি ইন্ডিগো। আবার একটু ব্যতিক্রমী ঘটনার খবরও এসেছে। আন্দামানে পরিযায়ী শ্রমিকের কাজে যাচ্ছিলেন নদীয়ার বাসিন্দা ইসরাইল শেখ। তাঁরও বিমান বাতিল হয়েছে। ইসরাইল জানান, ইন্ডিগো তাঁর জন্য একটি হোটেলের ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু তিনি হোটেলে যাননি। তাঁর আশঙ্কা, হোটেলে থাকার পরে ইন্ডিগো বিল না মেটালে তিনি অন্য বিপদে পড়তে পারেন।  
  • Link to this news (বর্তমান)