নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে যে শীতের আমেজ চলছে, আগামী দিন দশেক তা মোটামুটি একইরকম থাকবে। মনে করছেন আবহাওয়াবিদরা। কলকাতা ও লাগোয়া এলাকায় এইসময় শীত থাকবে উপভোগ্য। কনকনে শীতল আবহাওয়া বিরাজ করবে পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকায়।আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, গোটা রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত কিছুদিন খুব বেশি ওঠা-নামা করবে না। আকাশ পরিষ্কার থাকবে। ফলে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। রবিবার প্রথম দক্ষিণবঙ্গের কোনও জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। বীরভূমের শ্রীনিকেতনে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি। এটা ওই জায়গার স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৪.২ ডিগ্রি কম। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (১৫.২ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম ছিল। শনিবারের তুলনায় কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে চলে এসেছিল। আবহাওয়া অধিকর্তা জানান, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৫ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনাই বেশি। কোনও দিন তাপমাত্রা ১৫ ডিগ্রির কিছুটা উপরে বা কোনওদিন কিছুটা নীচে ঘোরাফেরা করবে।
রাজ্যজুড়ে তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকবে। শ্রীনিকেতনে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। মধ্যবঙ্গ এবং পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া ডুয়ার্স এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১৩ ডিগ্রির মধ্যে থাকবে। জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি অংশে মোটামুটি এটা থাকবে ১৪-১৬ ডিগ্রির মধ্যে। অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে। রাজ্যজুড়ে উত্তুরে হাওয়া সক্রিয় এবং স্থিতিশীল থাকার কারণে শীতের আমেজও অব্যাহত থাকবে। পশ্চিম হিমালয় এলাকা এবং লাগোয়া উত্তর ভারতের উপর আপাতত কোনও শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা নেই। শক্তিশালী ঝঞ্ঝা তৈরি হলে সেটি চলে যাওয়ার পর উত্তুরে হাওয়া আরও শীতল হয়ে পড়ে।