• চন্দ্রকোনার এই বুথে নেই এক জনও মৃত ভোটার, নজর প্রশাসনের
    এই সময় | ০৮ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, ঘাটাল: 'সার' (স্পেশাল ইনটেনসিভ রিজারভেশন) প্রক্রিয়ার প্রথম দফার কাজ প্রায় শেষের পথে। এনিউমারেশন ফর্মের যাবতীয় তথ্য অধিকাংশ বুথেই ডিজিটাইজ়ড হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি সার্ভের কাজ শুরু করে দিয়েছেন বিএলও-রা। এই প্রক্রিয়ার মাঝেই চন্দ্রকোণার একটি বুথে নজর পড়েছে জেলা প্রশাসনের। সেই বুথে একজন ভোটারও মৃত নেই বলে দাবি বিএলওর।

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা পুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ১৪৮ নম্বর বুথে একজনও মৃত ভোটার নেই। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। ইতিমধ্যে ব্লকের বিডিও ওই বুথে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। জানা গিয়েছে, চন্দ্রকোনার এই ১৪৮ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ৫১৭। ইতিমধ্যেই ৫১৩ জনের এনিউমারেশন ফর্ম ডিজিটাইজ়ড হয়েছে। ৪ জন পারমানেন্ট শিফটিং ভোটার রয়েছে বলে জানিয়েছেন বিএলও বিকাশ লাহা। তাঁর দাবি, '২০১২ সাল থেকে এই কাজ করছি। আমার বুথে কেউ মারা গেলে ডেথ সার্টিফিকেট পাওয়ার ১৫ দিনের মধ্যে খোঁজ নিয়ে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া কাজ করেছ। এসআইআর শুরু হওয়ার আগেও দু'জন মৃত ভোটারের নাম বাদ দিয়েছি। পুরসভার দেওয়া ডেথ লিস্ট ও ভোটার তালিকা মিলিয়ে দেখলেই তো স্পষ্ট হয়ে যাবে। এটা নিয়ে ভাববার কিছু নেই।'

    চন্দ্রকোনা পুরসভার ১২ টি ওয়ার্ডে মোট ২১ টি বুথ রয়েছে। ২০টি বুথে মোট মৃত ভোটারের সংখ্যা ২৪৯জন, সেখানে একমাত্র ১৪৮ নম্বর বুথেই কোনও মৃত ভোটার নেই। বিধানসভা ভিত্তিক নির্বাচন কমিশনের দেওয়া রিপোর্টে এমনই তথ্য জানা গিয়েছে। এই নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই বুথের গোপালপুর গ্রামের বাসিন্দা উত্তম হাতি, দেড় বছর আগে মারা গিয়েছিলেন। তাঁর স্ত্রী বন্দনা হাতি জানিয়েছেন, 'সার' শুরুর আগেই স্বামীর নাম ভোটার তালিকা বাদ দিতে বাড়িতে এসেছিলেন বিএলও। তিনি সব তথ্য নিয়ে যান। এই বুথে তৃণমূলের বিএলএ কাঞ্চন আশের কথায়, 'বুথে যতজন মৃত ভোটার ছিল বিএলও সে সব 'সার' শুরুর আগেই বাদ দিয়েছেন। স্বাভাবিক ভাবে এখন তালিকায় শূন্য দেখাচ্ছে।'

    বিজেপির বিএলএ শীর্ষেন্দু খাঁ বলেন, 'বিএলও ভালো কাজ করেছেন। তিনি আগে থেকেই নিয়মিত মৃতদের নাম বাদ দিয়ে তালিকা আপডেট করে গিয়েছেন।' অন্য দিকে সিপিএমের বিএলএ পাঁচু লাহার কথায়, 'তিনিও জানিয়েছেন এলাকার ভোটার তালিকা সময়ে সময়ে আপডেট করা হয়েছে।' চন্দ্রকোনা-২ বিডিও উৎপল পাইক বলেন, 'চন্দ্রকোণা পুরসভার ১৪৮ নম্বর পার্টে আমরা একজনও মৃত ভোটার খুঁজে পাইনি। কারণ, এখানকার বিএলও সঙ্গে সঙ্গে তালিকা আপডেট করেছেন। তবে, ১৪৮ পার্টকে ভালো করে সার্ভে করা হচ্ছে।'

  • Link to this news (এই সময়)