• অবশেষে কনকনে শীত, আরও কতটা কমতে পারে তাপমাত্রা? জানুন আপডেট
    আজ তক | ০৮ ডিসেম্বর ২০২৫
  • অবশেষে জাঁকিয়ে শীত পড়ল পশ্চিমবঙ্গে। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই অনেকটা নেমে গিয়েছে। আর যতদূর খবর, চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও খানিকটা নামতে পারে। যার ফলে হাড় কাঁপানো শীতের অনুভূতি পাওয়া যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

    কী অবস্থা চলছে?

    বারবার শীতের তাল কেটে নেয় বৃষ্টি। যদিও এখন তেমন কিছুর আশঙ্কা নেই বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। বরং আবহাওয়া থাকবে শুষ্ক। যার ফলে তাপমাত্রার পারদ আরও ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি মিলবে বলেই আশা করা যায়।

    কেন কমছে তাপমাত্রা?

    এই তাপমাত্রা কমে যাওয়ার কারণও জানান হয়েছে হাওয়া অফিস সূত্রে। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ এবং ত্রিপুরার উপর রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকে পড়েছে। এই দুইয়ের জেরেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা হু হু করে নেমে এসেছে। যার ফেলে মিলছে হাড় কাঁপানো ঠান্ডার আমেজ।

    দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত বজায় থাকবে

    ভালই শীত উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী। কলকাতা সহ প্রায় সব জেলারই তাপমাত্রা কমে গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে আবার তাপমাত্রা নেমে গিয়েছে ১০ থেকে ১২ ডিগ্রির আশপাশে। পাশাপাশি বাড়ছে শিশির এহং কুয়াশার দাপট। তবে বেলা বাড়লে কুয়াশার দাপট কেটে যাবে বলেই জানা যাচ্ছে। সবথেকে বেশি শীত পড়েছে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতে। এই সব জেলায় কনকনে ঠান্ডা বাতাস বয়ে চলেছে।

    কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?

    হ্রাস পেয়েছে কলকাতার তাপমাত্রার পারদ। কোনও কোনও দিন ১৫ ডিগ্রির নীচেও নেমে গিয়েছে তাপমাত্রা। যার ফলে শীত উপভোগ করছে কলকাতাবাসী। তবে ভাল খবর হল, এই তাপমাত্রা আরও কমতে পারে। তার দরুন হাড় কাঁপানো শীতের অনুভূতি মিলবে বলেই মনে করা হচ্ছে।

    আজ কেমন থাকতে পারে তাপমাত্রা?

    ৮ ডিসেম্বরও কলকাতায় বজায় থাকবে জাঁকিয়ে শীতের অনুভূতি। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশপাশে। ওদিকে আবার ২৬ ডিগ্রি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ মোটের উপর ঠিক ঠাক শীত উপভোগ করা যাবে।

    উত্তরবঙ্গে কেমন শীত?

    ঠান্ডায় কাবু উত্তরবঙ্গ। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে গিয়েছে ৫ ডিগ্রির ঘরে। আর তা সামান্য কিছুটা কমতে পারে বলেই জানা যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। ফলে পর্যটকরা মনোরম পরিবেশই পাবেন।

     
  • Link to this news (আজ তক)