• কলকাতার তাপমাত্রা অপরিবর্তিত, জানুন আজকের আবহাওয়ার আপডেট
    বর্তমান | ০৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাভাবিকের থেকে কমলেও শহরের তাপমাত্রা অপরিবর্তিত। আজ,সোমবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। ররিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পারদ মোটের উপর অপরিবর্তিত থাকবে। উত্তুরে হাওয়া সক্রিয় থাকার কারণে রাজ্যজুড়ে যে শীতের আমেজ চলছে, তা আগামী কদিন মোটামুটি একইরকম থাকবে। এদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। কনকনে শীতল আবহাওয়া বিরাজ করবে পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকায়। দিনের আকাশ পরিষ্কার থাকলেও ভোরে দিকে কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে।  
  • Link to this news (বর্তমান)