ইন্ডিগো-বিপর্যয় সামাল দিতে বিশেষ ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে রেল
আনন্দবাজার | ০৮ ডিসেম্বর ২০২৫
ইন্ডিগোর উড়ান পরিষেবার ক্ষেত্রে বিভ্রাট চলতে থাকায় দূরপাল্লার বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শনিবার থেকে এই ব্যবস্থা শুরু হওয়ার পরে সারা দেশে ৮৯টি বিশেষ ট্রেন ১০৪টি অতিরিক্ত যাত্রা করবে বলে জানিয়েছে রেল। বিভিন্ন শহরে অপেক্ষমাণ যাত্রীর সংখ্যা এবং ইন্ডিগোর পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে বলে রেল সূত্রের খবর। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদের মতোবিভিন্ন মেট্রো শহর ছাড়াও উত্তর-পূর্বের রাজ্যগুলির বিভিন্ন রাজধানী শহর ও গুরুত্বপূর্ণ রেল স্টেশন ছুঁয়ে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
রবিবার পূর্ব রেল নতুন করে হাওড়া এবং জোধপুরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী কাল, মঙ্গলবার হাওড়া থেকে রাত ১১টায় ছেড়ে ওই ট্রেনটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে জোধপুরে পৌঁছবে। রবিবার সন্ধ্যায় নয়াদিল্লি থেকে হাওড়া অভিমুখে একটি বিশেষ ট্রেন ছেড়েছে। এ ছাড়াও, মঙ্গলবার হাওড়া থেকে নয়াদিল্লি অভিমুখে রাত দেড়টায় আরও একটি ট্রেন ছাড়ছে পূর্ব রেল। ওই ট্রেনটি পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছবে। দক্ষিণ-পূর্ব রেল মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ অভিমুখে তাদের চালানো বিশেষ ট্রেনগুলি সম্পর্কে খবর যাত্রীদের জানাতে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সাহায্য নিয়েছেন। দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্ত বলেন, ‘‘ওই সব ট্রেনের নম্বর, সময়-সহ সমস্ত বিবরণ সংবলিত বার্তা আমরা বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রচারের জন্য পাঠিয়েছি।’’
দক্ষিণ-পূর্ব রেলের মুম্বই এবং বেঙ্গালুরুগামী দু’টি বিশেষ ট্রেনই কার্যত ভর্তি অবস্থায় গিয়েছে। ইন্ডিগোর পরিষেবা সংক্রান্ত বিভ্রাটের জেরে কলকাতা থেকে গুয়াহাটি, আগরতলা, আইজ়ল, ইটানগর-সহ বিভিন্ন শহরের উড়ান যোগাযোগ বিপর্যস্ত। সমস্যা সামাল দিতে সাইরাং এবং গুয়াহাটির মধ্যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। হাওড়া এবং কামাখ্যার মধ্যেও এক জোড়া বিশেষ ট্রেন চলছে। অতিরিক্ত কামরা যোগ করা হয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, সাইরাং-আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস, শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস এবং আগরতলা ও ডিব্রুগড় থেকে চলা রাজধানী এক্সপ্রেসেও।