• বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে নচিকেতা, দুটো স্টেন্ট বসানোর পর কেমন আছেন গায়ক?
    আনন্দবাজার | ০৮ ডিসেম্বর ২০২৫
  • ভাল আছেন নচিকেতা চক্রবর্তী। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আনন্দবাজার ডট কম-কে এ খবর গায়কের তরফের থেকে জানিয়েছেন আর্যদেব ভট্টাচার্য। সব ঠিক থাকলে বুধ অথবা বৃহস্পতিবার হাসপাতাল থেকে হয়তো ছাড়া পেতে পারেন তিনি।

    রবিবার বিকেলে গায়ক-কন্যা ধানসিড়ি চক্রবর্তী বলেন, “বাবা আগের তুলনায় স্থিতিশীল। দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ভয় কেটে গিয়েছে।” সোমবার আর্যদেব বলেন, “বিকেলের দিকে হয়তো জেনারেল বেডে নিয়ে আসা হবে দাদাকে।” গায়ক সবার সঙ্গে কথা বলছেন, বই পড়ছেন। নিজের মুখে খাবারও খেয়েছেন বলে জানিয়েছেন তিনি। হাসতে হাসতে যোগ করেছেন, “দাদা তো এখনই গানের অনুষ্ঠানে ফিরতে চাইছেন। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে।”

    শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট শুরু হয় গায়কের। ঘামতে থাকেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হার্টে ব্লকেজ। তখনই অস্ত্রোপচার করে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন তাঁরা। এ কথা জানিয়েছেন আর্যদেব। পরিবারের সম্মতি মিলতেই দুটো স্টেন্ট বসে নচিকেতার হৃৎপিণ্ডে। টানা মঞ্চানুষ্ঠানের ফলে অতিরিক্ত পরিশ্রম থেকে সম্ভবত অসুস্থ হয়ে পড়েন তিনি।

    এ দিকে, গায়কের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন অনুরাগীমহল। প্রত্যেকে নচিকেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।
  • Link to this news (আনন্দবাজার)