মালদহে শীতের কমলালেবু মেলাচ্ছে দার্জিলিং, নাগপুর, দক্ষিণ আফ্রিকাকে
বর্তমান | ০৮ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, মালদহ: শীতের দুপুর মানেই কমলালেবুর কোয়ায় কামড়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মালদহে এসে গিয়েছে দার্জিলিঙের কমলালেবু। পাশাপাশি বিকোচ্ছে মহারাষ্ট্রের নাগপুরের লেবুও। তবে তারই সঙ্গে নজর কাড়ছে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসে পৌঁছনো কমলালেবুও। তবে বিদেশি এই কমলালেবু খেতে গ্যাঁটের কড়ি খরচ করতে হচ্ছে বেশ খানিকটা। দাম অনেকটা বেশি হওয়ায় এই বিদেশি কমলালেবুর চাহিদা কিছুটা কম। তাই ক্রেতাদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে নিজেদের রাজ্যের দার্জিলিঙের কমলালেবুই।
শীত পড়ার আগেই বাজারে প্রথম আসে নাগপুরের কমলালেবু। স্বাদ খুব একটা মনের মতো না হলেও অনেকেই কেনেন। পাশাপাশি অপেক্ষা করেন দার্জিলিঙের কমলার। মালদহের ফল বিক্রেতারা বলেন, নাগপুরের চাহিদা অবশ্য থাকেই। কারণ, কম দাম। এখনও নাগপুরের কমলালেবু মিলছে ৮০ থেকে ১০০ টাকা প্রতি কেজি দরে।
অন্যদিকে সপ্তাহ খানেক আগেই মালদহে এসে গিয়েছে বহু প্রতীক্ষিত দার্জিলিঙের কমলা। বিকোচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা প্রতি কেজি দরে। স্বাদে এই লেবু অনেকটাই বেশি মিষ্টি। শাঁসও বেশ নরম।
তবে যাঁদের শখ এবং সাধ্য দুই-ই রয়েছে তাঁদের জন্য রয়েছে দক্ষিণ আফ্রিকার কমলা। মালদহ শহরের এক ফল বিক্রেতা বলেন, ৩২০ থেকে ৩৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে এই বিদেশি কমলালেবু। তবে দার্জিলিঙের তুলনায় এই কমলালেবুর দাম প্রায় দেড় গুণ বেশি হওয়ায় ক্রেতার সংখ্যা কম। কেউ কেউ শখে কিনছেন বিদেশ থেকে আমদানি করা এই কমলালেবু। স্বাদে মিষ্টি এবং যথেষ্ট শাঁস রয়েছে এই কমলালেবুতে। তাই যাঁরা এই লেবু কিনে খাচ্ছেন তাঁরা অবশ্য তারিফ করছেন।
অনেক ফল বিক্রেতা তাই তিন ধরনের কললালেবুই রাখছেন দোকানে। বিভিন্ন ধরনের ক্রেতাদের খুশি করতেই এই সংগ্রহ বলে জানিয়েছেন তাঁরা।
মকদুমপুরের ঋষি বঙ্কিম পুর বাজারে বাজার করে ফেরার পথে ফল কিনছিলেন প্রৌঢ় সুনীল ভট্টাচার্য। তিনি বলেন, কমলালেবু ছাড়া শীত যেন অসম্পূর্ণ। তাই অপেক্ষা করছিলাম দার্জিলিঙের কমলালেবুর। এসে দেখি দক্ষিণ আফ্রিকার কমলাও বিক্রি হচ্ছে। তবে দাম বেশ খানিকটা বেশি। তাও শখে একজোড়া কিনলাম। সাইজে ছোট। লোভ সামলাতে না পেরে একটা দোকানে দাঁড়িয়েই খেলাম। মিষ্টি লেগেছে।
তবে রোজ এই দাম দিয়ে বিদেশি কমলালেবু কিনে খাওয়ার সাধ্য আমাদের মতো মধ্যবিত্তের নেই। তাই বেঁচে থাক আমাদের পরিচিত দার্জিলিঙের কমলালেবু।
বিক্রি কম বেশি যাই হোক, শীতের কমলালেবুর এই বৈচিত্র্য তাই মিলিয়ে দিচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, পশ্চিম ভারতের মহারাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকাকে।