• পুলিশের লুকআউট নোটিস, সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন ‘পলাতক’ ক্লাব মালিক
    এই সময় | ০৮ ডিসেম্বর ২০২৫
  • নাইটক্লাবে উইকএন্ড পার্টি হয়ে গেল নাইটমেয়ার। বেলিডান্স শোয়ের মাঝেই গোয়ার ‘বার্চ বাই রোমিও লেন’ পরিণত হয়েছিল অগ্নিকাণ্ডে। প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন, আহত ৬। অবশেষে ভয়াবহ এই দুর্ঘটনার ৩৪ ঘণ্টা পর মুখ খুললেন গোয়ার অভিশপ্ত নাইটক্লাব মালিক সৌরভ লুথরা। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি প্রকাশ করে পলাতক ক্লাব মালিক লিখেছেন, ‘এই ঘটনায় গভীর ভাবে আমি শোকাহত।’ একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ও মৃতদের পর্যাপ্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এ দিকে নাইট ক্লাব কাণ্ডে সৌরভের খোঁজে লুকআউট নোটিস জারি করেছে গোয়া পুলিশ। দেশ ছেড়ে পালাতে যাতে না পারেন অভিযুক্ত তার জন্য সব এয়ারপোর্টকে সতর্ক করা হয়েছে। এই ঘটনায় ম্যানেজার-সহ গ্রেপ্তার পাঁচ।

    নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিবৃতিতে লুথরা বলেন, ‘বার্চে দুর্ভাগ্যজনক ঘটনার ফলে প্রাণহানির ক্ষতি অপূরণীয়। নিহতদের পরিবার এই মুহূর্তে ভয়াবহ দুর্দশার মধ্যে রয়েছে তা সহজেই অনুমান করা যায়। এই ঘটনায় কর্তৃপক্ষ গভীরভাবে মর্মাহত। নিহত ও আহতের প্রতি আমাদের সমবেদনা রইল। যা সাহায্য করা সম্ভব তা করতে আমরা তৈরি।’ ক্লাব মালিকের আশ্বাস, ‘শোকাহত এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এই তীব্র যন্ত্রণা ও প্রতিকূলতা কাটাতে সম্ভাব্য সকল ধরনের সহায়তা, সমর্থন এবং সহযোগিতা করা হবে।’

    শনিবার রাতে পার্টি চলছিল গোয়ার বার্চ রোমিও লেনের নাইটক্লাবে। ডান্স ফ্লোরে তখন নাচছিলেন নর্তকী। আনন্দে মেতে ছিলেন সবাই। আচমকাই আগুন ধরে যায়। সেই মুহূর্তের ভিডিয়ো সামনে এসেছে। দেখা যাচ্ছে, ডান্স ফ্লোরের ছাদে প্রথম আগুন লাগে। বেশিরভাগ কাঠামো কাঠের হওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো নাইট ক্লাবে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ আশ্রয় নেন বেসমেন্টে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ক্লাব। দমবন্ধ হয়ে মৃত্যু হয় ২৫ জনের। গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রায় ৭ জন। গোয়ার ওই অবৈধ বারের আগুন নেভানোর ব্যবস্থাও যথাযথ ছিল না বলে অভিযোগ উঠেছে।

    রবিবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছিলেন, নাইটক্লাবের মালিক ও জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, সৌরভ লুথারের ভাই গৌরব লুথরারও পুড়ে যাওয়া নাইটক্লাবে মালিকানা রয়েছে। তার বিরুদ্ধেও জারি লুক আউট নোটিস।

  • Link to this news (এই সময়)