• সাহিত্য সম্রাটকে ‘বঙ্কিমদা’ সম্বোধন, লোকসভায় তৃণমূলের প্রবল আপত্তিতে ভুল শুধরে ‘বঙ্কিমবাবু’ বললেন মোদী
    এই সময় | ০৮ ডিসেম্বর ২০২৫
  • শীতকালীন অধিবেশনে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্বোধন নিয়ে বিতর্ক। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে ডেকে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে সঙ্গে তৃণমূলের বেঞ্চ থেকে ওঠে আপত্তি। তার পরেই যদিও তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য তাঁর কানে পৌঁছতেই যদিও পরে ভুল সংশোধন করেন প্রধানমন্ত্রী।

    ‘বন্দেমাতরম’-এর আলোচনার শুরুতেই লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময়ে তিনি ন্যাশনাল এ্যান্থেমের রচয়িতা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্ভাষণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য কানে যেতেই আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল বেঞ্চ থেকে আপত্তি জানানো হয়। প্রথমে তাতে কান দেননি প্রধানমন্ত্রী। পরে বেশ কয়েকবার বলার পর সৌগত রায়ের কথা মোদীর কানে পৌঁছয়।

    এর পরেই ভাষণ থামান প্রধানমন্ত্রী। দমদমের সাংসদ তখন অনুরোধ করেন, ‘দাদা নয়, অন্তত বাবু বলুন।’ সঙ্গে সঙ্গে মোদী বলেন,‘আচ্ছা আমি বঙ্কিম বাবু বলব। ধন্যবাদ। আপনার ভাবনাকে আমি সম্মান করি। বঙ্কিমদা বলা আমার ভুল।’ পাশাপাশি তৃণমূল সাংসদকে দাদা বলে সম্বোধন করে মস্করা করে মোদী বলেন,‘আপনাকে দাদা বলতে পারি তো? আপনাকে তো দাদা বলেই সম্বোধন করি।’ এর পরে ফের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। বাকি বক্তব্যে তিনি হয় ‘বঙ্কিম বাবু’, নয়তো সাহিত্য সম্রাটের পুরো নাম ধরেই সম্বোধন করেন।

  • Link to this news (এই সময়)