রেললাইনের ট্র্যাক থেকে উদ্ধার খড়্গপুর IIT-র গবেষক ছাত্র। শনিবার গভীর রাতে শ্রবণ কুমার (২৭) নামে ওই ছাত্রকে খড়্গপুর স্টেশন ও আইআইটি খড়্গপুর সংলগ্ন পুরী গেটের কাছে রেল লাইনের ট্র্যাক থেকে উদ্ধার করে জিআরপি। সেখানে উপস্থিত ছিলেন হিজলি ফাঁড়ির পুলিশ আধিকারিকরাও। আহত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। এর পরে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসারত অবস্থায় রবিবার রাত ৯টায় সেখানেই মৃত্যু হয় শ্রাবণের, জানা গিয়েছে এমনটাই। ওই ছাত্রের বাড়ি অন্ধ্রপ্রদেশের চিত্তুরে। কী ভাবে রেলের ট্র্যাকে পৌঁছলেন তিনি? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে জিআরপি এবং পুলিশ।
সূত্রের খবর, এই ছাত্র খড়্গপুর IIT-র মেঘনাদ সাহা হলে আবাসিক ছিলেন। জেলা পুলিশের এক আধিকারিকের কথায়, ‘কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, কোন ট্রেন ওই ছাত্রকে ধাক্কা দিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ ওই ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, জানা গিয়েছে এমনটাই।
উল্লেখ্য, এই নিয়ে শুধুমাত্র চলতি বছরেই IIT খড়্গপুরের মোট সাত জন পড়ুয়া এবং গবেষকের অস্বাভাবিক মৃত্যু হলো। এর মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। গত ২০ সেপ্টেম্বর দুপুরে বি.আর আম্বেদকর হলের ৫৭৭ নম্বর রুম থেকে হর্ষকুমার পান্ডে নামে এক গবেষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল।