• রয়েছে থাইরয়েডের সমস্যা, ৬ মাস পরে বাংলাদেশ থেকে ফেরা অন্তঃসত্ত্বা সোনালি ও তাঁর সন্তান কেমন আছেন?
    এই সময় | ০৮ ডিসেম্বর ২০২৫
  • প্রায় ছ’মাস বাংলাদেশে থাকার পরে গত শুক্রবার সন্ধ্যায় নিজের দেশে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন। বীরভূমের এই বাসিন্দাকে বেআইনি ভাবে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠেছে। সোনালির সঙ্গে এ দেশে ফিরেছেন তাঁর নাবালক ছেলেও। তাঁদের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছিল রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

    চিকিৎসকরা জানাচ্ছেন, ২৫ বছরের এই তরুণী প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা (৩৫ সপ্তাহ)। তাঁর গর্ভস্থ সন্তানের ‘মুভমেন্ট’ এবং হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছে। সোনালির বড় কোনও সমস্যা না থাকলেও থাইরয়েড এবং ইউরিন ইনফেকশনের সমস্যা রয়েছে। সঙ্গে একজন ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বার নিরিখে তাঁর ‘মডারেট’ রক্তালপ্তা রয়েছে, জানাচ্ছেন চিকিৎসকরা। তাঁকে উপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এ দিকে তাঁর আট বছরের সন্তানও সুস্থ রয়েছে। তবে তার ঠান্ডা এবং কাশির সমস্যা রয়েছে। সেই অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

    এ দিকে সোনালির সঙ্গে বাংলাদেশে পুশব্যাক হওয়া আরও চার জন রয়েছেন বাংলাদেশে। তাদের মধ্যে সুইটি বিবির পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশ্বস্ত করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল উসলাম।

    চলতি বছর ১৭ জুন দিল্লি পুলিশের হাতে ধরা পড়েন সোনালি, সোনালির স্বামী দানীশ, আট বছরের ছেলে সাবির, পাইকরের বাসিন্দা সুইটি ও তাঁর দুই ছেলে ইমাম, কুরবান। তাঁদের বাংলাদেশি এবং অনুপ্রবেশকারী সন্দেহে ওপার বাংলায় ‘পুশব্যাক’ করা হয়। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে সরব হয় তৃণমূল। এ দিকে বাংলাদেশের নবাবগঞ্জে বেশ কয়েক মাস জেলবন্দি ছিলেন সোনালি। এই ঘটনার জল গড়ায় আদালতে। আপাতত সোনালি এবং তাঁর নাবালক সন্তানকে ফিরিয়ে আনা হয়েছে দেশে। আরও চার জন আটকে রয়েছেন বাংলাদেশেই।

  • Link to this news (এই সময়)