• ‘হাসেন হুমায়ুন’! মসজিদ গড়তে ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা বিধায়ককে, কত অর্থ জমা পড়ল QR কোডে?
    এই সময় | ০৮ ডিসেম্বর ২০২৫
  • মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিতর্কের ঝড় তুলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দল থেকেও সাসপেন্ড হয়েছেন তিনি। কিন্তু ৬ ডিসেম্বর এই মসজিদ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে হুমায়ুনের হুঙ্কার ছিল, ‘টাকার অভাব হবে না’। নিজের সেই দাবিকেই সত্যি করার পথে হাঁটছেন তিনি!

    হুমায়ুনের প্রস্তাবিত মসজিদ তৈরির জন্য একাধিক ট্রাঙ্ক এবং বস্তায় জমা পড়েছে অনুদান। ১১টি ট্রাঙ্কের মধ্যে রবিবার পর্যন্ত চারটি ট্রাঙ্ক এবং একটি বস্তা খোলা হয়। সেখান থেকে বেরিয়ে আসে রাশি রাশি টাকা। হাত দিয়ে গুণতে হিমশিম খেতে হচ্ছিল একাধিক ব্যক্তিকে। তাই টাকা গোনার জন্য শেষ পর্যন্ত হুমায়ুন কবীরের রেজিনগরের বাড়িতে আনা হয় মেশিন।

    রবিবার রাত ১২টা পর্যন্ত চলে গণনা। চারটি ট্রাঙ্ক এবং একটি বস্তা খুলে পাওয়া গিয়েছে প্রায় ৩৮ লক্ষ টাকা। সোমবার গণনা ফের চালু হলে আরও বাড়বে টাকার অঙ্ক, প্রত্যয়ী হুমায়ুন। তবে শুধু নগদে নয়, QR কোড স্ক্যান করেও টাকা জমা দিয়েছেন অনেকেই। এই বিধায়কের দাবি, শুধু QR কোডের মাধ্যমেই জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা।

    উল্লেখ্য, ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবি করে দেশের রাজনীতিতে আলোড়ন ফেলেছিলেন হুমায়ুন। তাঁকে সাসপেন্ড করে তৃণমূল বার্তা দিয়েছিল, ধর্ম নিয়ে রাজনীতি করা ব্যক্তিদের কোনও ঠাঁই নেই দলে। বিজেপির সঙ্গে হুমায়ুনের ‘সেটিং তত্ত্ব’-ও খাড়া করেছিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এ দিকে হুমায়ুনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন রাজ্য বিজেপি নেতারা। সমালোচনা করেছে কংগ্রেসও।

    (রিপোর্টিং: শুভাশিস সৈয়দ)

  • Link to this news (এই সময়)