• ‘কোনও পরিকল্পনা ছাড়াই নীতি প্রয়োগ’, ইন্ডিগো বিভ্রাটের জন্য কেন্দ্রকে তুলোধনা মমতার
    এই সময় | ০৮ ডিসেম্বর ২০২৫
  • কোনও পরিকল্পনা ছাড়াই ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ (FDTL) নামক নীতি প্রয়োগ করা হয়েছিল, সোমবার ইন্ডিগো-র বিমান বিভ্রাট নিয়ে এই দাবি করে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন কোচবিহারের সভায় যোগ দেওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে কেন্দ্রকে নিশানা করেন তিনি।

    এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পাইলট বা ক্রুদের বিশ্রামের প্রয়োজন, এই বিষয়টি আমিও মনে করি। কিন্তু কোনও নতুন নীতি কার্যকর করতে হলে পরিকল্পনার প্রয়োজন রয়েছে। এই নীতি প্রয়োগের আগে সরকারের পরিকল্পনার উপরে জোর দেওয়া উচিত ছিল। মানুষের কাছে সময় খুব দামি। গত কয়েকদিন ধরে বহু যাত্রীকে হেনস্থা হতে হচ্ছে। সরকারের কাছে অনুরোধ, আগে পরিকল্পনা করুন। প্রয়োজনে বিকল্পের ব্যবস্থা করুন এবং সেই সুবিধা যাতে মানুষের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করুন।’

    কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে তিনি বলেন, ‘ওরা শুধু নির্বাচন নিয়ে ভাবে। মানুষের সুবিধা অসুবিধার কথা ভাবে না।’ যাত্রীদের ভোগান্তির জন্য ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রকে, এ দিন এই দাবিও তোলেন মমতা। পাশাপাশি যাত্রীরা আদালতের দ্বারস্থ হতে পারেন, সে কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

    সবমিলিয়ে ‘ইন্ডিগো ক্রাইসিস’-এর জন্য কেন্দ্রকেই কাঠগোড়ায় তুলেছেন মমতা। প্রসঙ্গত, গত সাত দিন ধরে বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। পরিষেবা এবং যাত্রী সংখ্যার নিরিখে দেশের বৃহত্তম বিমানসংস্থার একাধিক উড়ান বাতিল হওয়ায় লক্ষ লক্ষ যাত্রীকে সমস্যার সম্মুখীন হতে হয়। আর পরিষেবা বিভ্রাটের জন্য দেশের ফ্লাইট নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-র ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ নামক বিধিকে দায়ী করা হয়েছিল। এই বিধি দু’টি দফায় কার্যকর হয়েছিল। দ্বিতীয় দফা কার্যকর হয় নভেম্বর মাসে।

    সেখানে পাইলট, বিমানকর্মীদের বিশ্রামের সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়। এ ছাড়াও বেশ কিছু নিয়ম সেখানে উল্লেখ করা হয়েছিল। আর তা কার্যকর করতে গিয়ে ইন্ডিগোর পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছিল। এর পরে অবশ্য বিমান পরিষেবা স্বাভাবিক করার জন্য ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস (FDTL)-এর একটি ক্লজ তাৎক্ষণিক ভাবে প্রত্যাহার করে নেওয়া হয় ডিজিসিএ-এর পক্ষ থেকে। সেখানে বলা হয়েছিল, পাইলটরা ছুটি নিলেও প্রতি সপ্তাহে তাঁদের ৪৮ ঘণ্টার বিশ্রাম দেওয়া বাধ্যতামূলক। কিন্তু ইন্ডিগোর সমস্যার পরেই এই নিয়ম প্রত্যাহার করা হয়। পাইলটদের ছুটির সময়সীমা ওই ৪৮ ঘণ্টার মধ্যে জোড়া হবে। পাইলটদের নাইট সংক্রান্ত বিধি কিছুটা শিথিল করা হয়।

  • Link to this news (এই সময়)