• গাড়িতে ‘যুব সম্পাদক’ লেখা বোর্ড, আগ্নেয়াস্ত্র-সহ খড়্গপুর টাউন থানা পুলিশের হাতে গ্রেপ্তার ১
    এই সময় | ০৮ ডিসেম্বর ২০২৫
  • আস্ত্রেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। একটি স্করপিও গাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেই গাড়ির সামনে লেখা ছিল ‘যুব সম্পাদক’ লেখা বোর্ড। ধৃত কি আদৌ কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত? এই অস্ত্র কেন ছিল তাঁর কাছে? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

    জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত দশটার সময়ে খড়্গপুর শহরের মালঞ্চ এলাকায় অবস্থিত অতুলমণি পলিটেকনিক হাই স্কুলের সামনে ধৃতের গাড়ি আটকায় পুলিশ। এর পরে তল্লাশি করা হয় তাঁর গাড়িটি। সেই সময়ে ভিডিয়োগ্রাফি চালু রাখা হয়েছিল। চালকের সিটের নীচ থেকে একটি দেশি একনলা বন্দুক এবং ৮ এমএম তাজা কার্তুজ উদ্ধার হয়। ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে পুলিশ। চালককে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান খড়্গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর এবং খড়্গপুর টাউন থানার আইসি পার্থসারথি পাল। যদিও তদন্তের স্বার্থে ধৃতের নাম প্রকাশ্যে আনতে চায়নি পুলিশ।

    এ দিকে ধৃতের গাড়িতে ‘যুব সম্পাদক’-এর বোর্ড লাগানো ছিল বলে জানা গিয়েছে। এ ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, ধৃতের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। বিজেপি-র জেলা সভাপতি সমিত মণ্ডল বলেন, ‘শুনলাম, ওই যুবক তৃণমূলের জেলা যুব সম্পাদক। অস্ত্র নিয়ে ঘোরার জন্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশকে সাধুবাদ জানাই। কিন্তু কেন তাঁর নাম প্রকাশ করা হলো না, তা নিয়ে প্রশ্ন থেকে যাবে।’ পাল্টা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘খড়্গপুর টাউন পুলিশ এক দুষ্কৃতীকে পাকড়াও করেছে। অত্যন্ত ভালো কাজ করেছে পুলিশ। বিজেপি কী বলে, তাতে কিছু আসে যায় না।’

  • Link to this news (এই সময়)