• ডুপ্লিকেট ভোটারের সন্ধানে এ বার নতুন অপশন BLO অ্যাপে
    এই সময় | ০৮ ডিসেম্বর ২০২৫
  • ডুপ্লিকেট ভোটার খুঁজতে এ বার আরও তৎপর নির্বাচন কমিশন। BLO অ্যাপে এল নতুন অপশন। সোমবার থেকে BLO-দের অ্যাপে দেখা গেল—‘ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন।’

    একই নামে একাধিক জায়গায় ভোটার থাকলে, সেই ভোটাররা একই ব্যক্তি না আলাদা, সেটা জানা জরুরি। তাই এ ক্ষেত্রে তথ্য যাচাই না করলে স্বচ্ছ তালিকা সম্ভব নয় বলে মনে করছে নির্বাচন কমিশন।

    নতুন অপশন অনুযায়ী, যদি কোনও ভোটারকে BLO অ্যাপে ডুপ্লিকেট ভোটার বলে দেখায়, তখন BLO সংশ্লিষ্ট সেই ভোটারের বাড়িতে যাবেন। ভোটারকে প্রশ্নের মুখে পড়তে হবে।

    যদি ভোটার অবগত থাকেন, তাঁর নামে অন্য একটি ভোটার কার্ড আছে, তাহলে একটি Declaration লিখে সেই পুরনো এপিক কার্ড ও বর্তমান এপিক কার্ডের জেরক্স দিয়ে BLO-র কাছে জমা দিতে হবে। যদি কোনও ভোটার এ বিষয়ে অবগত না থাকেন, তা হলে একটি Declaration লিখে বর্তমান এপিকের জেরক্স দিয়ে BLO র কাছে জমা করতে হবে।

    মূলত ডুপ্লিকেট ভোটারের বিষয়ে একেবারে ১০০ শতাংশ নিশ্চিত হতেই নতুন এই অপশন যোগ করা হলো BLO অ্যাপে। অন্যদিকে, ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, রাজ্য জুড়ে বহু BLO-র কাছে কমিশন থেকে একটি তালিকা গিয়েছে। কমিশনের নিজস্ব ডুপ্লিকেট ভোটার শনাক্তকরণের সফটওয়্যার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেই নামের তালিকা পাঠানো হয়েছে, যাতে ক্রস ভেরিফিকেশনের ক্ষেত্রে সুবিধা হয় BLO-দের।

  • Link to this news (এই সময়)