• আটক বাংলাদেশি মৎস্যজীবীদের দেশে ফেরানোর উদ্যোগ
    আজকাল | ০৮ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ৩২ জন মৎস্যজীবীকে ফেরানোর উদ্যোগ। পদ্মাপাড়ে ফেরানোর ব্যবস্থা ভারত সরকারের। বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় মৎস্যজীবিকেও ফেরানোর তৎপরতা। জানা গিয়েছে, সোমবারই দেশে ফিরছেন ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী। এদিন বিকেলে আন্তর্জাতিক জলসীমান্তে মৎস্যজীবীদের হস্তান্তর হবে। হস্তান্তর করবে দুই দেশের উপকূলরক্ষী বাহিনী। দীর্ঘ তিন মাসের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে দুই দেশের মৎস্যজীবীদের ফেরানো হচ্ছে দেশে। বেশ কয়েক মাস আগে, আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ার অভিযোগে বাংলাদেশী  ট্রলার-সহ ৩২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে গ্রেপ্তার করে ভারতের উপকূল রক্ষী বাহিনী। এরপর বাংলাদেশের মৎস্যজীবীদের নিয়ে আসা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে । আদালত বাংলাদেশী মৎস্যজীবীদের জেল হেফাজতের নির্দেশ দেয়। এরপর দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা করে অবশেষে মৎস্যজীবীদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হল। 

    অপরদিকে ভারতীয় তিনটি ট্রলার ভুলবশত আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকে পড়ায় ৪৭ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার আটক করে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। আটকের পর ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে বেশ কয়েক মাস বন্দি ছিলেন। পরবর্তী সময়ে দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভারতীয় মৎস্যজীবীদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই ভারতীয় মৎস্যজীবীদের নিয়ে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী আন্তর্জাতিক জল সীমানায় পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে সোমবার সন্ধ্যার মধ্যে ভারতীয় মৎস্যজীবীরা তাঁদের পরিবারের কাছে ফিরে আসবেন। টানা তিন মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দি ছিলেন এই মৎস্যজীবীরা।

     মৎস্যজীবী পরিবারের সদস্যরা তাঁদের প্রিয়জনের বাড়ি ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছিলেন। অবশেষে তাঁদের মুখে স্বস্তির হাসি। ভারতে আটক থাকা বাংলাদেশের মৎস্যজীবী খোকন শেখ জানান, মাছ ধরার সময় ১৩ জন মৎস্যজীবীদের নিয়ে ভারতীয় জল সীমানা অতিক্রম করার অভিযোগে উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হয়েছিলাম আমরা। এরপর তিন মাস জেলে বন্দি ছিলাম। অবশেষে বাড়ি ফিরছি। আমরা খুব আনন্দিত। ভারতের মানুষদের ব্যবহার অনেক ভালো। আমরা খুব খুশি অবশেষে বাড়ি ফিরব।

    এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, দুই দেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলার পর অবশেষে ভারতে জেলে বন্দি থাকা ৩২ জন বাংলাদেশের মৎস্যজীবীদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভারতীয় ৪৭ জন মৎস্যজীবী যারা বাংলাদেশে জেলে বন্দি ছিলেন তাঁদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ৩২ জন বাংলাদেশী মৎস্যজীবীদের নিয়ে আন্তর্জাতিক জল সীমানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। আন্তর্জাতিক জলসীমার কাছে দুই দেশের মৎস্যজীবীদের প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে আদান-প্রদান করা হবে। ভারতীয় মৎস্যজীবীরা সকলেই কাকদ্বীপের বাসিন্দা।
  • Link to this news (আজকাল)