• সপ্তম দিনেও অব্যাহত ইন্ডিগো-ভোগান্তি, কেন্দ্রকে দুষলেন মমতা
    বর্তমান | ০৮ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি ও কলকাতা, ৮ ডিসেম্বর: ইন্ডিগো সমস্যার সমাধান হবে কবে? দেশের বিভিন্ন বিমানবন্দরে ভোগান্তির শিকার যাত্রীদের এটাই এখন প্রশ্ন। সোমবার, সপ্তম দিনেও সমস্যা সমাধানের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এদিন সকাল থেকে সাড়ে চারশোর বেশি উড়ান বাতিলের খবর পাওয়া গিয়েছে। যার জেরে অব্যাহত যাত্রী হেনস্তা। গোটা ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন,‘কোনও পরিকল্পনা ছাড়াই এতো উড়ান বাতিল করা হল। খুব বিরক্তির।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকার শুধু ইভিএম কব্জা করে ক্ষমতা দখলে ব্যস্ত। আমজনতাকে নিয়ে ওদের কোনও চিন্তা নেই। যার জেরে ভুগছেন হাজার হাজার সাধারণ মানুষ।’ সেইসঙ্গে আকাশছোঁয়া বিমানভাড়া নিয়েও উদ্বেগ ধরা পড়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।

    আজ দিল্লি বিমানবন্দরে মোট ১৩৫টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো। বেঙ্গালুরু থেকে ১২৭টি উড়ান বাতিলের খবর মিলেছে। এছাড়া চেন্নাইতে ৭১টি, হায়দরাবাদে ৭৭টি, জম্মুতে ২০টি এবং শ্রীনগর থেকে ১৬টি উড়ান বাতিল করা হয়। এছাড়া আহমেদাবাদ, বিশাখাপত্তনম, মুম্বই এবং কলকাতা থেকে একাধিক উড়ান বাতিলের খবর পাওয়া গিয়েছে।

    যদিও ইন্ডিগো কর্তৃপক্ষের বক্তব্য, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। দৈনিক ২ হাজার ৩০০টি উড়ান পরিচালনা করে তারা। শনিবার প্রায় ৮০০টি উড়ান বাতিল হয়েছিল। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে দেশের বৃহত্তম এই বিমান সংস্থাটি।
  • Link to this news (বর্তমান)