মালিকদের বিরুদ্ধে লুক-আউট নোটিশ, গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে ধৃত আরও এক
বর্তমান | ০৮ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি, ৮ ডিসেম্বরে : উত্তর গোয়ার বাগা বিচে নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের জালে আরও একজন। সোমবার সকালে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে গোয়া ও দিল্লি পুলিশের যৌথ দল। যার ফলে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে পাঁচ হলো। বিপর্যয়ের পরপরই গ্রেফতার করা হয়েছিল নাইট ক্লাবের জেনারেল ম্যানেজারকে। যদিও এখনও ফেরার ক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরা। তাঁদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ। অভিযুক্তরা যাতে দেশ থেকে পালাতে না পারেন, সে জন্য গোয়া পুলিশের তরফে লুক-আউট নোটিশও জারি করা হয়েছে।
এর মধ্যে গোপন আস্তানা থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন সৌরভ। পাশাপাশি সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার মধ্যরাতে গোয়ার ‘বার্চ বাই রোমিও লেন’নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় চার বিদেশি সহ ২৫ জনের। এছাড়া ১৪ জন কর্মীও আছেন। পুলিশ সূত্রে খবর, ক্লাবটির উপরের অংশ কাঠ দিয়ে তৈরি। তার উপর শুকনো নারকেল পাতার ছাউনি। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুন আর নিয়ন্ত্রণ করা যায়নি।