নয়াদিল্লি, ৮ ডিসেম্বর: সংসদে দাঁড়িয়ে ‘বন্দেমাতরম’-এর স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘দাদা’ বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তৃণমূলের সাংসদ সৌগত রায়ের প্রতিবাদে নিজের ‘ভুল’ শুধরে নেন তিনি। বঙ্কিমচন্দ্রকে সম্বোধন করেন ‘বঙ্কিমবাবু’ বলে।
আজ লোকসভায় জাতীয় গীত ‘বন্দেমাতরম’ নিয়ে বিশেষ আলোচনার সূচনা করেন প্রধানমন্ত্রী। ভাষণে একাধিকবার তাঁকে ‘বঙ্কিমদা’ বলতে শোনা যায়। সে সময় আপত্তি জানান সৌগত রায়। স্পষ্ট জানান, বঙ্কিমচন্দ্রের মতো ব্যক্তিত্বকে ‘দাদা’ বলা মোটেই শোভন নয়। পরিবর্তে ‘বঙ্কিমবাবু’ বলে সম্বোধন করার দাবি জানান দমদমের সাংসদ। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এবার থেকে বঙ্কিমবাবু বলব। আপনাকে ধন্যবাদ।’ এর পরে সৌগতর উদ্দেশ্যে মস্করা করে তিনি বলেন, ‘আমি আপনাকে দাদা বলতে পারি তো? নাকি এখানেও আপত্তি জানাবেন?’
এদিকে, সুযোগ পলেই জওহরলাল নেহরু ও কংগ্রেসকে টেনে আনতে ছাড়েন না মোদি। এবারও তার ব্যতিক্রম হলো না। তিনি অভিযোগ করেন, ‘বন্দেমাতরম’-কে ‘টুকরে টুকরে’ করেছে কংগ্রেস এবং মহম্মদ আলি জিন্নার রাজি হয়ে নেহরু এই কাজ করেছেন। যার জবাব দিতে ছাড়েনি বিরোধীরা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘বন্দেমাতরম’-এর রাজনীতিকরণের অভিযোগ তুলেছে কংগ্রেস।