বিধানসভা নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্পে গতি আনতে তৎপর রাজ্য
দৈনিক স্টেটসম্যান | ০৮ ডিসেম্বর ২০২৫
‘
‘ প্রকল্পে প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্ধ হয়েছে। প্রতিটি ব্লকে ১০ থেকে ১৫ কোটি টাকা করে দেওয়া হয়েছে। সেই টাকায় নিকাশী ব্যবস্থা, স্কুল বিল্ডিং-এর সংস্কার, রাস্তাঘাট, তৈরি হবে। মানুষের অভিযোগ মেটাতে প্রয়োজনমতো যেসব কাজ করা হচ্ছে, তা খতিয়ে দেখবেন এই আধিকারিকরা।
রাজ্যের নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হলেই শুরু হয়ে যাবে নির্বাচনের প্রস্তুতি। তার আগেই দ্রুত কাজ শেষে করতে ততপর রয়েছে রাজ্য প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পদস্থ আধিকারিক মণীশ জৈনকে। পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ কুমারকে। ঝাড়গ্রামে দায়িত্বে রয়েছেন ছোটেন ডি লামা। তাঁরা শীঘ্রই জেলা সফরে গিয়ে প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে বৈঠকে বসবেন।