• আজ কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ০৮ ডিসেম্বর ২০২৫
  • বন্যা-ধসে বিপর্যয়ের পর একমাসে তিনবার উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি। বাকি ছিল কোচবিহার সফর। এবার তাই তাঁর সফরসূচিতে উঠে এল এই জেলা। সূত্রের খবর, প্রশাসনের সঙ্গে কথা বলে জেলার যা যা উন্নয়নের কাজ বকেয়া আছে, তা দ্রুত শেষ করতে তিনি নির্দেশ দেবেন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় কী কী কাজ হয়েছে তারও নজরদারি করতে পারেন প্রশাসনিক বৈঠকে।

    মনে করা হচ্ছে, এসআইআরের কাজ শেষ হওয়ার পরই ফেব্রুয়ারি মাসের শেষদিকে বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। মমতার এই সফরে জেলায়-জেলায় এসআইআরের কাজে ব্যস্ত কর্মীরাও উদ্বুদ্ধ হচ্ছেন। উত্তরবঙ্গ থেকে ফিরে বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগরে সভা করতে যাবেন।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)