প্রবীর চক্রবর্তী: রাজ্য রাজনীতি সরগরম এখন একটাই খবরে। রাজন্যা হালদার নাকি (Rajanya Haldar) বিজেপিতে যোগ দিচ্ছেন? আজই নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন রাজন্যা-প্রান্তিক (Rajanya Haldar Prantik Chakraborty)? দুর্গাপুজোর প্যান্ডেল থেকে যে জল্পনার শুরু হয়েছিল, আজ-ই নাকি সেই জল্পনায় শিলমোহর পড়তে চলেছে! রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই নাকি আজ দুপুরে সল্টলেকের বিজেপি দফতরে রাজন্যা-প্রান্তিক (Rajanya Haldar and Prantik Chakraborty) বিজেপিতে যোগদান করবেন? সূত্রের খবর এমনই। কিন্তু এখনও এই যোগদানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেননি রাজন্যা। কী বলছেন রাজন্যা (Rajanya Haldar) ?
বিজেপিতে যোগদান প্রসঙ্গে কী বলছেন রাজন্যা? (Rajanya Haldar on BJP joining)
রাজন্যা-প্রান্তিকের বিজেপিতে যোগদানের খবর সামনে আসতেই যোগাযোগ করা হয়েছিল রাজন্যার সঙ্গে। তবে তিনি এখনই এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। খোলসা করতে চাননি বিজেপিতে যোগদানের বিষয়ে হ্যাঁ বা না, কোনও কিছুই। রাজন্যা শুধু বলেন, রাজনীতি তো সবসময়ই একটা সম্ভাবনার জায়গা। সেই সম্ভাবনার কথা সবাই বলছে। সম্ভাবনা একটা তৈরি হয়েছে। কিন্তু তিনি যা বলবেন, তা তিনি দুপুর ২টোর পরই বলবেন। উল্লেখ্য, আজ দুপুর ২টোতেই রাজন্যা বিজেপিতে যোগদান করবেন বলে খবর ছড়িয়েছে। ওয়াকিবহল মহলের মতে যদি রাজন্যা বিজেপিতে যোগদান করেন, তবে যোগদানের পরই রাজন্যা তাঁর বিজেপিতে যোগদানের কারণ প্রসঙ্গে মুখ খুলবেন।
ওদিকে সূত্রের খবর, বঙ্গ বিজেপির এক প্রথম সারির নেত্রীর ফোন করেন রাজন্যাকে। সেই ফোনে তাঁকে অপেক্ষা করতে বলা হয় বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ২০২৩-এর ২১ জুলাইয়ের মঞ্চে রাজন্যা ছিলেন তৃণমূলের 'চমক'। ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে রাজন্যার সংক্ষিপ্ত কিন্তু দৃঢ়, সহজ কিন্তু আন্দোলনের ভাষায় বক্তৃতা নজর কেড়েছিল সবার। একুশে জুলাইয়ের মঞ্চে তাঁর বক্তৃতা নজর কাড়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন 'সেনসেশন' হয়ে উঠেছিলেন রাজন্যা হালদার (Rajanya Halder)। রাজনীতিতে তুরীয় গতিতে উত্থান হয়েছিল রাজন্যার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে TMCP ইউনিটের সভানেত্রীও হয়েছিলেন রাজন্যা। কিন্তু যেমন উল্কার গতিতে উত্থান, তেমনই এক বছরের মধ্যে 'পতন'ও!
আরজি কর আবহে দলের বিরুদ্ধে মুখ খুলে শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হন রাজন্যা-প্রান্তিক। তৃণমূল থেকে বহিষ্কার করা হয় রাজন্যা-প্রান্তিক ((Rajanya Halder) দুজনকেই। সূত্রের খবর, তখন থেকেই আর তৃণমূলের সঙ্গে যোগাযোগ নেই দুজনের। এবার ২০২৫-এর দুর্গাপুজোয় সবাইকে অবাক করেই 'সাসপেন্ডেড' রাজন্যা-প্রান্তিক জুটিকে দেখা যায় প্রথমে সজল ঘোষের পুজোয়, তারপর মহাষ্টমীতে বিজেপির পুজোয়। সেখান থেকেই বিজেপিতে যোগদান ইস্যুতে রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে নিয়ে জোরদার জল্পনার শুরু।