২৪ টাকা রিফান্ডের গেরোয় ৮৭০০০ গায়েব! পুলিশের দ্বারস্থ প্রতারিত মহিলা
প্রতিদিন | ০৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করতে গিয়ে প্রতারণার শিকার মহিলা। ২৪ টাকায় কেনা বেগুন ফেরত দিতে গিয়ে অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ৮৭ হাজার টাকা। বিপুল অঙ্কের সাইবার প্রতারণার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হলেন গুজরাটের আহমেদাবাদের এক গৃহবধূ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, আহমেদাবাদের ওই গৃহবধূ জনপ্রিয় ই-কমার্স সংস্থা ‘জিপ্টো’ (Zipto) থেকে সবজি অর্ডার করেছিলেন। ওই অর্ডারের তালিকায় ছিল সরু বেগুন। ডেলিভারি আসার পর দেখা যায় তুলনামূলক মোটা বেগুন পাঠানো হয়েছে। যার জেরে সেটি ফেরত দিতে চান ওই গৃহবধূ। সংস্থার সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বর চান ডেলিভারি বয়ের কাছে। তিনি নম্বর দিতে না পারায় গুগলে নম্বর সার্চ করে ফোন করেন মহিলা। তবে যে নম্বরে তিনি ফোন করেছিলেন সেটি ছিল প্রতারকদের নম্বর।
মহিলার দাবি অনুযায়ী, ফোনের ওপারে থাকা ব্যক্তি তাঁকে হোয়াটসঅ্যাপে কল করতে বলেন। এবং জানান, ওই টাকা তিনি ফেরত পেয়ে যাবেন। এরপর মহিলার ফোনে একটি লিঙ্ক পাঠিয়ে জানানো হয়, সেখানে তিনি যেন রিফান্ড চেক করে নেন। লিঙ্কে ওপেন করতেই সেখানে লগইন করার জন্য ব্যাঙ্কের যাবতীয় তথ্য চাওয়া হয়। সবশেষে ইউপিআই পাসওয়ার্ড দিয়ে ব্যালেন্স চেক করে দেখেন টাকা ঢোকেনি। এরপর ওই নম্বরে ফের ফোন করেন মহিলা। সেখান থেকে বলা হয়, অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়াও জন্য। দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার পর দেখা যায় ৮৭ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে মহিলার।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তৎক্ষণাৎ স্থানীয় পুলিশের দ্বারস্থ হন মহিলা। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে, গুগল থেকে পাওয়া ওই নম্বর। দায়ের করা হয়েছে এফআইআর।