• কার্শিয়াং থেকে সিটং যাওয়ার পথে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত পঞ্চায়েত সদস্য-সহ তিন
    প্রতিদিন | ০৮ ডিসেম্বর ২০২৫
  • বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: কার্শিয়াং থেকে সিটং যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে যায় যাত্রীবাহী একটি গাড়ি। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তিনজনের। কিন্তু রবিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটায় কেউ টের পায়নি। আজ সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুরু হয় উদ্ধারকাজ। কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে রাতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

    কার্শিয়াং পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বিগেন ভুজেল, রূপেশ গুরুং এবং রমেশ গুরুং। মৃত বিগেন ভুজেল সিটংয়ের পঞ্চায়েত সদস্য ছিলেন। জানা যায়, রাতে গাড়িটি কার্শিয়াং থেকে সিটং যাচ্ছিল। সেই সময়ে কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে, সম্পূর্ণ দুমড়েমুড়চে যায় সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা তিনজনের। কিন্তু বেঁচে যান গাড়ির চালক। আজ সোমবার সকালে এক ব্যক্তি খাদে পড়ে থাকতে দেখেন গাড়িটিকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নামে স্থানীয় পুলিশ প্রশাসন। জানা যায়, ঘটনায় গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করা হয়েছে। দেহগুলিকেও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)