হিন্দমোটরে দুষ্কৃতীরাজ! বিয়েবাড়ি থেকে ফেরার পথে বেপরোয়া গতির প্রতিবাদ করে আক্রান্ত যুবক
প্রতিদিন | ০৮ ডিসেম্বর ২০২৫
সুমন করাতি, হুগলি: হুগলিতে ফের দুষ্কৃতীরাজ। এবার হিন্দমোটরে আক্রান্ত স্থানীয় বাসিন্দা। গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সামান্য বচসা, তারপরই প্রাণঘাতী আক্রমণ দাগী দুষ্কৃতী বাহিনীর। এই ঘটনায় গুরুতর আহত পাঁচ যুবক।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে হিন্দমোটরের ধর্মতলা এলাকায় এই ঘটনা ঘটে। বাইকে করে যাওয়ার সময় মদ্যপ অবস্থায় তিন দুষ্কৃতীর সামনে পড়েন এলাকারই যুবক, যোগা শিক্ষক জ্যোতিষ্ক বাইন। তাঁর অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন ওই তিন মদ্যপ যুবক। সেই সময়, জ্যোতিষ্ক তাদের ঠিকভাবে গাড়ি চালানোর কথা বলে। অভিযোগ, মদ্যপ যুবকদের মধ্যে থাকা দাগি দুষ্কৃতী সঞ্জয় দাস সেই সময় ইঁট নিয়ে আক্রমণ চালায় জ্যোতিষ্কর উপর।
জানা গিয়েছে, জ্যোতিষ্ক এবং তাঁর বন্ধু বিনোদ চৌধুরী, সঞ্জয়ের হাতে থাকা ইঁটের আঘাতে রক্তাক্ত হয়ে ফোন করে আরও কয়েকজন বন্ধুকে ডাকে। জ্যোতিষ্কর বন্ধুবান্ধবরা ঘটনার খবর পেয়ে ছুটে এলে তাদেরকেও আক্রমণ করে সঞ্জয় এবং তাঁর সঙ্গে থাকা অন্য দুই দুষ্কৃতী। মারধরের ঘটনায় মোট পাঁচজন যুবকের মাথায়, মুখে এবং কানে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উত্তর পাড়ার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার করা হলেও দুই যুবকের মাথায় আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।
তাদেরকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। স্থানীয় সূত্রে খবর সঞ্জয় দাসের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি সে জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফেরে। আহত যুবকদের পরিবারের লোকজনের অভিযোগ, এলাকায় ফিরেই ফের এলাকায় সন্ধ্যা হলেই মদ্যপ অবস্থায় দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ।
গোটা ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। উত্তরপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দাস জানান, রবিবার রাতে তাঁর এলাকার কয়েকজন যুবককে সঞ্জয় দাস নামে এক দুষ্কৃতী মদ্যপ অবস্থায় ইঁট দিয়ে আক্রমণ করে। উত্তরপাড়ার মতো শান্তিপূর্ণ জায়গায় এই ধরনের আক্রমনের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।