• ‘উনি ভাষণ ভালোই দেন, কিন্তু...’, সংসদে মোদীর প্রশংসা করলেন প্রিয়াঙ্কা?
    এই সময় | ০৮ ডিসেম্বর ২০২৫
  • ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে সংসদের আলোচনা সভা সোমবার সকাল থেকেই ঘটনাবহুল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম বলতে গিয়ে প্রথমে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। তৃণমূল সাংসদ সৌগত রায়ের আপত্তির পরে ভুল সংশোধন করেন প্রধানমন্ত্রী। এ দিন বক্তব্য রাখার সময়ে ছত্রে ছত্রে কংগ্রেসকে নিশানা করেছিলেন নরেন্দ্র মোদী। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও। সংসদে দাঁড়িয়ে তার পাল্টা উত্তর দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কটাক্ষের সুরে মোদীর ‘আত্মবিশ্বাস’ নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

    এ দিন প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আগের মতো নেই। কারণ তাঁর আত্মবিশ্বাস কমে যাচ্ছে। এটা স্পষ্ট দেখা যাচ্ছে। তাঁর নীতি দেশকে দুর্বল করছে। ক্ষমতায় যাঁরা বসে রয়েছেন, তাঁরাও চুপ। কারণ তাঁরাও জানেন আসলে কী হচ্ছে। দেশের জনগণ এখন সমস্যায়, প্রবল চাপে রয়েছেন। কিন্তু আপনারা সেটা সমাধান করছেন না...’

    সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দিকে কটাক্ষও ছুঁড়েছেন কংগ্রেস সাংসদ। নরেন্দ্র মোদীর বাগ্মিতার প্রশংসা করেও খোঁচা প্রিয়াঙ্কার। তাঁর তোপ, ‘উনি ভাষণ ভালোই দেন...এটা বলতে কোনও সমস্যা নেই... কিন্তু একটা দুর্বলতা রয়েছে। তথ্যের দিক থেকে দুর্বলতা রয়েছে...।’ কেন এ কথা বলছেন, সেটাও স্পষ্ট করেছেন তিনি। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর ভাষণের অংশ তুলে ধরে তোপ দাগেন প্রিয়ঙ্কা গান্ধী। মোদী বলেছিলেন, ১৮৯৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর একটি অধিবেশনে বন্দে মাতরম গেয়েছিলেন। এ দিন প্রিয়ঙ্কা গান্ধী সংসদে বন্দে মাতরমের ক্রোনোলজি ব্যক্ত করেন। কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর ওই গানটি গেয়েছিলেন, তা সত্ত্বেও মোদী অধিবেশনটি কার ছিল, সেটা স্পষ্ট করেননি বলে তোপ দাগেন প্রিয়াঙ্কা গান্ধী।

    সংসদে কেন বন্দে মাতরম নিয়ে আলোচনা হবে সেটাও প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। দেশে বহু সমস্যা থাকা সত্ত্বেও দেশের মানুষের মন গুরুত্বপূর্ণ বিষয়ের বদলে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ বলে তোপ কংগ্রেস সাংসদের।

  • Link to this news (এই সময়)