• মোবাইল আসক্তি নিয়ে বকাবকির জেরেই আত্মহত্যা? নাবালিকার মৃত্যুতে রহস্য
    এই সময় | ০৯ ডিসেম্বর ২০২৫
  • এক নাবালিকার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। শনিবার বাড়িতে অষ্টম শ্রেণির ওই ছাত্রী ইঁদুর মারার বিষ খায় বলে অভিযোগ, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। রবিবার রাত দু’টো নাগাদ তার মৃত্যু হয়। পরিবারের দাবি, পড়াশোনা না করার জন্য ওই কিশোরীকে বকাবকি করেছিলেন তাঁর মা, তারপরেই বিষ খেয়েছে ওই কিশোরী। মৃত ছাত্রীর বয়স ১৪। বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায়।

    মৃতা ছাত্রীর মা বলেন, ‘পড়াশোনা হচ্ছে না, মোবাইল ঘাঁটছে বলে বকেছিলাম মেয়েকে। তারপরেই ও ইঁদুর মারা বিষ কবে খেয়েছে জানি না। তারপরেই শনিবার বিকেল পাঁচটার সময়ে খেয়েছে...।’ মৃতার দাদা বলেছেন, ‘ও পড়াশোনা করত না, মোবাইল নিয়ে বসে থাকত। মা তাই বকাবকি করেছিল।’

    মৃত ছাত্রীর মা জানিয়েছেন,মোবাইলে ব্যস্ত থাকার জন্য গত শনিবার পড়াশোনা নিয়ে তিনি বকাবকি করেন। এরপরই সে বাড়িতে রাখা ইঁদুরমারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ইঁদুর মারা বিষ খাওয়ার কথা জানতে পেরে তাকে সরাসরি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে চলে আসেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যালের মর্গে।

  • Link to this news (এই সময়)