মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জলপাইগুড়িতে সক্রিয় পুলিশ, শুরু নাকা চেকিং
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই জলপাইগুড়িতে সক্রিয় পুলিশ। শুরু হল নাকা চেকিং। আজ, সোমবার কোচবিহারের রবীন্দ্র ভবনে প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। নাকা চেকিং বাড়াতে হবে। প্রতিটি এলাকায় টহল দিতে হবে। রাতে এবং ভোরের দিকে বেশি করে নজর রাখতে হবে। কোথাও যেন কেউ ঝামেলা করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।পুলিশের উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ছিল, প্রো-অ্যাক্টিভ থাকতে হবে। ওই নির্দেশের পরই জেলার প্রতিটি থানাকে নজরদারি বাড়াতে বলেন জলপাইগুড়ির পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। এসপির নির্দেশ পেয়েই নাকা চেকিংয়ে রাস্তায় নেমে পড়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানা। গোশালা মোড়, পাহাড়পুর মোড়-সহ বিভিন্ন এলাকায় শুরু হয়ে যায় নাকা চেকিং।