‘বাবা নয়, আসল অপরাধী মা’, হাত-পা বেঁধে খালে ফেলার ২ মাস পর বেঁচে ফিরে বলল কিশোরী
প্রতিদিন | ০৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে আপত্তির জেরে ১৭ বছরের কিশোরীর হাত-পা বেঁধে খালে ফেলার অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে। ঘটনার আর খোঁজ মেলেনি কিশোরীর। অনুমান করা হচ্ছিল জলে ডুবে মৃত্যু তার। এদিকে ঘটনার প্রাথমিক তদন্তে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। ২ মাস পর সেই হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড়। মৃত সেই কিশোরী হঠাৎ বেঁচে উঠল! শুধু তাই নয়, সংবাদমাধ্যমের কাছে গিয়ে সে জানাল, বাবা নয়, আসল অপরাধী তার মা। ফলে মুক্তি দেওয়া হোক বাবাকে।
চাঞ্চল্যকর এই ঘটনার সূত্রপাত গত ৩ অক্টোবর। পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা ওই নাবালিকার প্রেমের সম্পর্ক রয়েছে এই সন্দেহে রাজস্থানের এক খালে তার হাত-পা বেঁধে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে বাবা সুরজিত সিংয়ের বিরুদ্ধে। গোটা ঘটনার ভিডিও রেকর্ড করা হয়। যা ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। শুধু তাই নয়, ভিডিওতে দেখা যায় মেয়ের জীবন ভিক্ষা চাইছেন তার মা। ঘটনার পর ওই খালে ব্যাপক তল্লাশি চালানো হলেও মেয়েটির খোঁজ খোঁজ মেলেনি ফলে ধরে নেওয়া হয় মৃত্যু হয়েছে তার। গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত বাবাকে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।
এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু ঘটনার মোড় ঘোরে সম্প্রতি। খাতায় কলমে মৃত সেই মেয়ে হঠাৎ স্থানীয় সংবাদমাধ্যমের সামনে আসে। এবং দাবি করে তার বাবা পুরোপুরি নির্দোষ। তিনি যা করেছেন সবটাই মায়ের প্ররোচনায়। একইসঙ্গে মেয়ের দাবি, বাবাকে মুক্তি দিয়ে গ্রেপ্তার করা হোক তার মাকে। কারণ সেই আসল অপরাধী। তবে কীভাবে ওই নাবালিকা বেঁচে ফিরল এবং গত ২ মাস ধরে সে কোথায় ছিল? সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি ওই নাবালিকা। সংবাদমাধ্যমের কাছে মেয়েটি জানিয়েছে, এই বিষয়ে যাবতীয় তথ্য আদালতের পরবর্তী শুনানিতে বিচারকের কাছেই জানাবে সে।
গোটা ঘটনা এমন চমকপ্রদ মোড় নেওয়ার পর ফিরোজপুরের এসএসপি ভুপিন্দর সিং সিধু জানান, “পুলিশ ভাইরাল হওয়া ওই ভিডিও বিশদে যাচাই করবে। এবং মেয়েটি যা বলছে তা সরকারি পুলিশের কাছে জানালে তবেই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”