• ভারতীয় তরুণীকে হেনস্তার জের! চিন ভ্রমণে নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ কেন্দ্রের
    প্রতিদিন | ০৯ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি চিনের সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশ নিবাসী এক ভারতীয় মহিলাকে হেনস্তার অভিযোগ ওঠে। যা নিয়ে জোর বিতর্ক হয়। এই পরিস্থিতিতে চিন ভ্রমণে এবার নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিল কেন্দ্র। 

    সোমবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেন, “আমরা আশা করছি, চিনের বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করবে সেখানকার কর্তৃপক্ষ। অযথা তাঁদের হেনস্তা বা আটক করা হবে না। বিমান ভ্রমণ সংক্রান্ত আন্তর্জাতিক নিয়মগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে বেজিং।” এরপরই তিনি বলেন, “চিনে ভ্রমণের সময় কিংবা চিনা বিমানবন্দর দিয়ে যাতায়াতের সময় ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।”

    সম্প্রতি অরুণাচলের বাসিন্দা পেমা ওয়াংজাম থংডোককে চিনের সাংহাই বিমানবন্দরে হেনস্তার অভিযোগ ওঠে। বর্তমানে ব্রিটেনের বাসিন্দা প্রেমা গত ২১ নভেম্বর লন্ডন থেকে জাপানগামী বিমান ধরেছিলেন। পথে তিন ঘণ্টার জন্য সাংহাইয়ের পুদং এয়ারপোর্টে থামে তাঁর বিমান। চিনের অভিবাসন ডেস্ক থেকে পেমাকে বলা হয় যেহেতু পাসপোর্টে জন্মস্থান হিসাবে অরুণাচল প্রদেশ লেখা রয়েছে, তাই এই ভারতীয় পাসপোর্ট বৈধ নয়। কারণ, অরুণাচল প্রদেশ চিনের অংশ। পেমার পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে পেমাকে বিমানবন্দরে আটকে রাখা হয়। জাপানগামী বিমানে ওঠার অনুমতি তো দূর, বিমানবন্দরের মধ্যেও চলাফেরা করতে দেওয়া হয়নি পেমাকে। দেওয়া হয়নি খাবার-জল। সাংহাই থেকে অন্যত্র যাওয়ার টিকিটও কাটতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

    শেষ পর্যন্ত কোনওমতে সাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করে পেমা সাংহাই থেকে ফেরেন। নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে। যদিও চিনের তরফ থেকে সব অভিযোগ  খারিজ করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে এবার চিন ভ্রমণে নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিল মোদি সরকার।
  • Link to this news (প্রতিদিন)