• অগ্নিকাণ্ডের পরই দেশ ছাড়েন গোয়ার নৈশক্লাবের দুই মালিক! তদন্তে চাঞ্চল্যকর তথ্য
    প্রতিদিন | ০৯ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার নৈশক্লাবটিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই দেশ ছাড়েন ক্লাবের দুই মালিক। সোমবার এমনটাই জানালেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত তাঁদের কোনও হদিশ পায়নি পুলিশ। তবে জানা গিয়েছে, তাঁরা দু’জনেই থাইল্যান্ডে পালিয়ে গিয়েছেন।

    নৈশক্লাবটির দুই মালিক হলেন গৌরব লুথারা এবং সৌরভ লুথরা। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাঁদের খোঁজে দিল্লিতেও গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু কেউই সেখানে নেই। ইতিমধ্যেই দুই ভাইয়ের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়েছে বলে খবর। এদিকে মুম্বাই বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যুরোর তরফে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দুই অভিযুক্তই থাইল্যান্ডের ফুকেটে উড়ে গিয়েছেন। অর্থাৎ পুলিশের ভয়ে অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা দেশ ছাড়েন। সূত্রের খবর, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য গোয়া পুলিশ ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ইন্টারপোল বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে।

    অন্যদিকে, সোমবার ‘অজ্ঞাতবাস’ থেকে সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছেন সৌরভ। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি গভীর ভাবে শোকাহত এবং মর্মাহত। ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন সৌরভ। উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনায় নৈশক্লাবের জেনারেল ম্যানেজার-সহ চার জনকে গ্রেপ্তার করা হয়। মালিকের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

    উত্তর গোয়ার আরপোরায় বাগা সুমদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশক্লাবটিতে শনিবার পার্টি চলাকালীন আগুন ধরে যায়। এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। এই ঘটনার পর থেকে বিরোধী দলের তোপের মুখে পড়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তারা এক সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সওয়ান্ত।
  • Link to this news (প্রতিদিন)