• আবাসের চূড়ান্ত তালিকায় নাম বাদ কেন? বিডিও অফিসের সামনে বিক্ষোভ, চাঞ্চল্য বনগাঁয়
    প্রতিদিন | ০৯ ডিসেম্বর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: আবাসের তালিকায় নাম নেই। সেকথা জানার পরেই ক্ষোভ ছড়াল বাসিন্দাদের একাংশের মধ্যে। কেন নাম কেটে দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন উপভোক্তাদের একাংশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয় (Bangaon)। ঘটনা জানাজানি হতে এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে।

    বনগাঁর বিভিন্ন জায়গায় আবাস যোজনায় ঘর তৈরির কাজ চলছে। ব্যাঙ্কের মাধ্যমে উপভোক্তাদের কাছে টাকাও পৌঁছে গিয়েছে, যাচ্ছে। বনগাঁর (Bangaon) বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও বহু পরিবার আবাসের বাড়ি পাওয়ার আবেদন করেছিলেন। সম্প্রতি আবেদনকারীদের মধ্যে অনেকেই জানতে পেরেছেন আবাসের তালিকায় তাঁদের নামক নেই। আজ, সোমবার দুপুরে স্থানীয় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ।

    অভিযোগ, তাঁদের আর্থিক অবস্থা ভালো নয়। ২০১৮ সাল থেকে আবাস যোজনার তালিকায় তাঁদের নামও আছে। এখনও অবধি চারবার সার্ভেও করা হয়েছে। ব্যাঙ্কের মাধ্যমে এই সংক্রান্ত মেসেজও এসেছে। এখন জানা যাচ্ছে, চূড়ান্ত তালিকায় তাঁদের নাম নেই! কেন এমন ঘটনা ঘটল? এর পিছনে কি কোনও চক্রান্ত আছে? সেই প্রশ্ন উঠেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, “বিডিও সাহেবকে প্রশ্ন করলে তিনি কোনও উত্তর দিচ্ছেন না। সে কারণেই আমরা ব্লক অফিসে এসেছি৷” এদিন দীর্ঘ সময় ধরে চলে এই বিক্ষোভ।

    যদিও ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আবাস যোজনার বাড়ি পেতে ১০টি নিয়ম বেঁধে দেওয়া রয়েছে। সব কিছু দেখেই আধিকারিকরা সেই চূড়ান্ত তালিকা তৈরি করেন। বিডিও অফিস থেকে আরও জানানো হয়েছে, পঞ্চায়েত প্রধানদের বলা হয়েছিল, যদি কোথাও কেউ বাদ দিয়ে থাকেন, তাহলে সেই নাম পাঠাতে। সেই তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে। বৈরামপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান ৯৯টি নাম পাঠিয়েছিলেন। সেই তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে৷
  • Link to this news (প্রতিদিন)