• দুই ছাত্রের মধ্যে মারামারি! ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র হাতে স্কুলে হাজির সপ্তম শ্রেণির ছাত্র
    প্রতিদিন | ০৯ ডিসেম্বর ২০২৫
  • মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: দুই ছাত্রের মধ্যে মারামারি! ভয় দেখাতে একেবারে আগ্নেয়াস্ত্র হাতে স্কুলে হাজির সপ্তম শ্রেণির এক ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আমতার খড়দা গ্রামে সোনাময়ী ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয় চত্বর। বিষয়টি জানাজানি হতেই পুলিশকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ছুটে আসে এসডিপিওর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। ওই ছাত্রের কাছ থেকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুবিমল পাল জানিয়েছেন, ”এটা পাখি মারা বন্দুক। তবে এটা খেলনা কি আসল, তা পরীক্ষা করে দেখা হবে।” শুধু তাই নয়, খেলনা হলেও কীভাবে ওই ছাত্র আগ্নেয়াস্ত্রটি পেল তাও খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ওই স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রের সঙ্গে সপ্তম শ্রেণির পড়ুয়ার মারামারি হয়। এরপরেই বন্ধুকে ভয় দেখানোর সিদ্ধান্ত নেয় ওই ছাত্র। এরপরেই আজ সোমবার সপ্তম শ্রেণির ওই ছাত্র স্কুলের ব্যাগে করে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বলে অভিযোগ। তারই এক সহপাঠী ওই ছাত্রের ব্যাগে আগ্নেয়াস্ত্রটি দেখে ফেলে। সঙ্গে সঙ্গে বিষয়টি প্রধান শিক্ষককে জানায় ওই ছাত্র। 

    সঙ্গে সঙ্গে ওই ছাত্রকে ডেকে পাঠানো হয় এবং ব্যাগ খুলে দেখেন, ওই ছাত্রের ব্যাগে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আমতা থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ। শুধু তাই নয়, দুই ছাত্রকে এবং তাদের পরিবারের লোকেদের থানায় ডেকে কাউন্সিলিং করা হয়। তারপর পুলিশ তাদের ছেড়ে দেয়। অন্যটি বিষয়টি জানাজানি হতেই ছাত্রটির শাস্তির দাবিতে আজ সোমবার স্কুলে বিক্ষোভে সামিল হয় অভিভাবকরা এবং স্থানীয় বিজেপি কর্মীরা। স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। যার ফলে স্কুলের মধ্যেই আটকে পড়েন শিক্ষকরা। জানা গিয়েছে, এই ঘটনার পরেই অভিভাবকদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধান শিক্ষক।
  • Link to this news (প্রতিদিন)