• বাবরি দানবাক্সে ডলার-রিয়াল-রিঙ্গিতও! বিধানসভায় পার্থের পাশেই আসন সাসপেন্ডেড হুমায়ুনের
    প্রতিদিন | ০৯ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ব্যুরো: ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের জন্য রাখা দানবাক্সে জমা পড়েছে নানা দেশের বিদেশি মুদ্রা। সোমবার সন্ধ‌্যা পর্যন্ত বাক্সে মিলেছে মার্কিন ডলার, সৌদি আরবের রিয়াল, মালয়েশিয়ার রিঙ্গিত, বাংলাদেশি টাকা-সহ একাধিক রাষ্ট্রের মুদ্রা। দানবাক্সের অর্থ গুনতে বসা লোকজনও সব মুদ্রার পরিচয় বুঝতে পারেননি বলে স্বীকার করেছেন হুমায়ন ঘনিষ্ঠরা। সন্ধ‌্যা পর্যন্ত হুমায়নের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে ২ কোটি ১০ লক্ষের কিছু বেশি টাকা ঢুকেছে। ছয়টি দান বাক্সের টাকা গুনে ৩৭ লক্ষ ৩৩ হাজার ভারতীয় টাকা পাওয়া গিয়েছে বলে দাবি হুমায়ুন অনুগামীদের। এদিকে নানা মহল থেকে প্রস্তাবিত মসজিদের বাবরি নাম রাখা নিয়ে বির্তকের জেরে এদিন কিছুটা পিছু হটে হুমায়ন বলেছেন,‘‘বাবরের নাম দিয়ে প্রতিটা ইট বা রড গাঁথা হবে না। মসজিদ নির্মাণ হওয়ার পর বাবরের নামে একটি গেট করা হবে।’’

    হুমায়ন ঘনিষ্ঠদের দাবি, আপাতত ১২টি ট্রাঙ্ক ও বস্তায় জড়ো করা হয়েছে দানের টাকা। ইতিমধ্যে ৩০জন লোক নিযুক্ত হয়েছে টাকা গোনার জন্য। গতকাল রাত থেকেই যন্ত্রে চলছে টাকা গোনার কাজ। সূত্রের খবর, মাঝে টাকা গোনার যন্ত্র বিকলও হয়েছে। তাই আনা হয়েছে আরও টাকা গোনার মেশিন। সন্ধ‌্যা পর্যন্ত মাত্র ৬টি ট্রাঙ্ক ও বস্তার টাকা গোনা সম্ভব হয়েছে। সেখানে ৩৭ লক্ষ ৩৩ হাজার ভারতীয় টাকার পাশাপাশি বেশ কিছু ডলার-রিয়েল-রিঙ্গিত মিলেছে বলে স্বীকার করেন গননাকারীরা। অবশ‌্য সমস্ত বিদেশি মুদ্রা আলাদা করে রাখা হয়েছে। এদিনও নতুন দানপত্র জমা পড়েছে হুমায়নের বাড়িতে। আরও ইট-বালি আসছে। শিলান‌্যাস করা মাত্র তিনকাঠা জমিতে যে মসজিদ হবে তার আকার-আয়তন কতটা হবে? জমা পড়া এত বিপুল পরিমাণ টাকা তা হলে কোথায় খরচ হবে? এসব প্রশ্নও উঠতে শুরু করেছে।

    এদিকে, ইস্তফা দেবেন বিধায়ক পদ ছাড়ার ঘোষণার দু’দিন পরেই ডিগবাজি খেয়েছেন বিদ্রোহী হুমায়ন। বলেছেন, ইস্তফা দিচ্ছেন না। বিধানসভা সূত্রে খবর, ছ’বছরের জন‌্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়নকে তৃণমূল থেকে আরেক সাসপেন্ডেড বিধায়ক পার্থ চট্টোপাধ‌্যায়ের আসনের পাশে বসতে দেখা যেতে পারে। এদিন বিষয়টি নিয়ে স্বয়ং স্পিকার বিমান বন্দে‌্যাপাধ‌্যায় অবশ‌্য জানিয়েছেন,‘‘অফিসিয়ালি হুমায়ন কবীর নিয়ে চিঠি পেলে সিদ্ধান্ত জানাব।’’ হুমায়নের আসন ট্রেজারি বেঞ্চ থেকে সরে বিজেপি পরিষদীয় দলের পাশে পার্থ চট্টোপাধ‌্যায়ের কাছাকাছি চলে যাচ্ছে বলে বিধানসভা সূত্রে খবর।

    অন‌্যদিকে তৃণমূল কংগ্রেস হুমায়নের কর্মকান্ডে তেমন গুরুত্ব দিতে নারাজ। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তৃণমূল কংগ্রেসের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন,‘‘ধর্মস্থান নিয়ে আমাদের কোনও মন্তব‌্য নেই। হুমায়নের রাজনৈতিক কৌশল নিয়ে আগে আমরা তৃণমূলের অবস্থান স্পষ্ট করেছি। কেউ যদি নিজের জমিতে মসজিদ বানান, তা নিয়ে আমাদের কোনও বক্তব‌্য নেই। যে কেউ নিজের জমিতে মন্দির-মসজিদ-গুরুদোয়ারা তৈরি করতেই পারেন।’’ এরপরই কুণালের কটাক্ষ,‘‘আমরা রাজনৈতিক মার্কেটিং নিয়ে বলছি। একজনরা বলছেন, গীতা পাঠ করব, সেটাও পলিটিক‌্যাল মার্কেটিং। আসলে বাংলার বঞ্চনা থেকে র‌াজ‌্যবাসীর নজর ঘোরাতে এসব করা হচ্ছে।’’

    রাজ‌্য সরকারের তরফে অনেক আগেই তিনজন নিরাপত্তারক্ষী থাকলেও এদিন হুমায়ন বিজেপি বিধায়কদের স্টাইলে বডিগার্ড হিসাবে কেন্দ্রীয় বাহিনী দাবি করেছেন। আপাতত তিনি সিনেমার নায়ক-নায়িকাদের মতো প্রাইভেট এজেন্সি থেকে আটজন বাউন্সার নিয়োগ করেছেন। বিষয়টি নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল বলেন,‘‘উনি বিশ্বাসকে রাজনীতিতে প্রয়োগ করেছেন। এখন টাকা হয়েছে। ওনার যা রাজনীতি চলছে তাতে বোধহয় বাউন্সার লাগবে।’’ এদিন ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি হুমায়নের সমর্থনে সুর চড়িয়েছেন।
  • Link to this news (প্রতিদিন)