• ‘ভূতের ভয়ে’ বাড়ি ছেড়ে গাড়িতে আশ্রয়? যুবকের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য!
    প্রতিদিন | ০৯ ডিসেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: গাড়ির ভিতর থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে রহস‌্য। তিনি এক ব‌্যবসায়ীর বাড়িতে পরিচারকের কাজ করতেন। ওই বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, অখিলেশ সিং নামে ওই যুবক ফাঁকা বাড়িতে ‘ভূতের ভয়’ পেয়ে তাঁদের গাড়িতে আশ্রয় নিয়েছিলেন। যদিও একাকিত্ব থেকেই ভয় তাঁর পিছু ছাড়েনি। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা জানতে শুরু হয়েছে পুলিশের তদন্ত।

    পুলিশ জানিয়েছে, উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা অখিলেশ পূর্ব কলকাতার ফুলবাগানের সিআইটি রোডের বাসিন্দা হেমন্ত মর্দার বাড়িতে কাজ করতেন। সম্প্রতি হেমন্তের পিতৃবিয়োগ হয়েছে। পরিবারের সবাই অন‌্য জায়গায় গিয়েছেন। রবিবার রাতে অখিলেশকে ফাঁকা বাড়িতে একা থাকতে বলা হয়। বাড়ির বাসিন্দারা পুলিশকে জানান, রাত হতেই অখিলেশ ‘ভূতের ভয়’ পেতে শুরু করেন। তাই অন‌্যদের ফোনে জানান, তিনি বাড়িতে থাকতে পারছেন না। তার থেকে গাড়িতে থাকা ভালো। গভীর রাতে অখিলেশ বাড়ির মালিকের গাড়িতে এসে আশ্রয় নেন।

    সোমবার সকালে তাঁকে গাড়ির চালকের পাশের সিটে চোখ বন্ধ করে পড়ে থাকতে দেখা যায়। বাড়ির লোকেরা তাঁকে ডাকার সময়ই বোঝা যায় যে, তিনি অচেতন। এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের পর চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন, ‘কার্ডিয়াক অ‌্যারেস্ট’-এর কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ভূতের ভয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)