• শুটিং সেটে দুর্ঘটনা, হবে অস্ত্রোপচার, এখন কেমন আছেন কৌশিক-পুত্র উজান?
    এই সময় | ০৯ ডিসেম্বর ২০২৫
  • নিজের পরিচালিত প্রথম সিনেমার শুটিং করতে গিয়ে বড় বিপদের মুখে কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের একমাত্র পুত্র উজান গঙ্গোপাধ্যায়। লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাঁর। চোট এতটাই গুরুতর যে অস্ত্রোপচারও করাতে হবে বলে খবর। এখন কেমন আছেন তিনি? অভিনেতা নিজেই জানিয়েছেন সেই কথা। যদিও হাসপাতালে নয়, আপাতত বাড়িতেই আছেন উজান।

    ‘এই সময় অনলাইন’কে উজান বলেন, ‘একটি তাড়া করার দৃশ্যের শুটিংয়ের সময়ে ক্যামেরা ট্রলির যে লাইন তার উপর পড়ে যাই। খুব ভালোরকমই চোট লেগেছে ডান হাঁটুতে। অস্ত্রোপচার করাতে হবে। আপাতত টানা বিশ্রামে থাকতে হবে। তবে এখনও সপ্তাহখানেক বা দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।’

    চোট পেলেও ছবির শুটিং বন্ধ রাখেননি উজান। কারণ হিসেবে অবশ্য উজান বললেন ‘কমিটমেন্ট’। সিনেমা সম্পর্কে খুব বেশ কিছু না বললেও শুটিং বন্ধ রাখেননি অভিনেতা। তিনি বলেন, ‘হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তবে কাজ আটকে যাবে আমার জন্য, এটা হতেই পারে না। কাজ বন্ধ করা যাবে না, ওটা চলবেই। প্রযোজনা সংস্থার ক্ষতি হোক, কখনওই চাইব না। এখন শুটিং করে নেওয়া আমার মনে হয়েছে বেটার। অস্ত্রোপচারের পরে সমস্যা হতে পারে হয়তো কিছু।’

    তবে প্রথম সিনেমা নিয়ে এক্সাইটমেন্ট থাকলেও এই মুহূর্তে সিনেমা নিয়ে খুব বেশি কথা বলতে রাজি নন উজান। তবে সূত্রের খবর, একেবারে কৌতুকে মোড়া প্রেমের ছবি বানাতে চলেছেন তিনি।
  • Link to this news (এই সময়)